গো হত্যাকারী সন্দেহে ভোপালে দুই আদিবাসীকে পিটিয়ে খুন নিয়ে সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

গো হত্যাকারী সন্দেহে ভোপালে দুই আদিবাসীকে পিটিয়ে খুন নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়।

Must read

গো হত্যাকারী সন্দেহে ভোপালে দুই আদিবাসীকে পিটিয়ে খুন নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। এই অবস্থায় হত্যার নিন্দা করে কংগ্রেস বিধায়ক অর্জুন সিং কাকোদিয়া জবলপুর-নাগপুর জাতীয় সড়কে এর মধ্যেই বিক্ষোভ দেখান। তাদের গ্রেফতারির কথাও বলেন তিনি।

সূত্রের খবর এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত ২০জন। ১৪জনের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি আইনে মামলা রুজু করেছে। বাকি ছজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন-গুজরাটের দৌড় থামিয়ে দিল পাঞ্জাব

অতিরিক্ত পুলিশ সুপার এসকে মারাভি এই বিষয়ে জানিয়েছেন, ‘গরু চুরি করে হত্যা করা হয়েছে এই অভিযোগে ২০জন মানুষ তিন আদিবাসী সম্প্রদায়ের ওপর চডা়ও হয়ে তাদের পেটায়। খবর পেয়ে পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। ঘটনায় একজনের আঘাত গুরুতর। ঘটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আপাতত তিনজন ধরা পড়েছে। বাকিরাও ধরা পড়বে। মৃত দুই আদিবাসীর বাড়ি থেকে মাংস উদ্ধার হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে।’

আরও পড়ুন-জমি দুর্নীতিতে গ্রেফতার সিপিএম ঘনিষ্ঠ ৫০, বামনেতা দ্বারস্থ তৃণমূলের

এই সংক্রান্ত বিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ঘটনার নিন্দায় সরব হয়েছে। টুইট করে লেখা হয়েছে, ‘আদিবাসী ও দলিতদের উপর অত্যাচার ক্রমাগত চরমে পৌঁছেছে! মোদীজির নজরে মানুষের জীবনের মূল্য কমে গেছে। এই সরকার কত নিচে নামবে? বিচার হবে কি? এটা কোল্ড ব্লাডেড মার্ডার, মি.নরেন্দ্রমোদি’

 

Latest article