বাম বঞ্চনার জবাব মিলেছে

বাম আমলে সাঁওতালি ভাষা কমিটির রিপোর্ট দিনের আলো দেখেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁওতালি ভাষাকে রাজ্যে স্বীকৃতি দিয়েছেন

Must read

সংবাদদাতা ঝাড়গ্রাম : বাম আমলে সাঁওতালি ভাষা কমিটির রিপোর্ট দিনের আলো দেখেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁওতালি ভাষাকে রাজ্যে স্বীকৃতি দিয়েছেন। বৃহস্পতিবার ঝাড়গ্রামে সাঁওতালি ভাষা বিজয় দিবসের অনুষ্ঠানে এসে এমন অভিযোগ করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন-আমেরিকায় প্রবল তুষারঝড়ের শঙ্কা, বাতিল হল চার হাজার উড়ান

সাঁওতালি ভাষা ঐক্য মঞ্চ বিনপুর-১ নম্বর ব্লক কমিটির আয়োজনে এদিন এই অনুষ্ঠান বেশ মর্যাদার সঙ্গে পালিত হয় বিনপুর থানার দহিজুড়ি অঞ্চলের দহপাল ফুটবল মাঠে। পরিবহণমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের স্বনির্ভর স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। দহপালের অনুষ্ঠানের পর জামবনির কাপগাড়িতেও সাঁওতালি ভাষা দিবসের অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী যোগ দেন। সেখানে কাপগাড়ি সেবাভারতী কলেজের সাঁওতালি ভাষা বিভাগের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই অনুষ্ঠানর আয়োজন করা হয়।

Latest article