রেড ডেভিলসে ফিরলেন রোনাল্ডো

Must read

প্রতিবেদন : এক যুগ বাদে পুরনো সংসারে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নাটকীয় দলবদলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন সিআর সেভেন। গুরু অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কথা বলার পরই ১২ বছর পর রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে যায়। শুক্রবার সকালে তুরিনে জুভেন্টাসের প্র্যাকটিসে এসেও মাঠে নামেননি। সতীর্থদের বিদায়ী বার্তা দিয়ে জানিয়ে দেন, তিনি চললেন অন্য এক দেশে। তাঁর সামনে ফের নতুন চ্যালেঞ্জ।

আরও পড়ুন : ত্রিপুরায় ফের বিজেপির হামলা, তৃণমূলের চাপে ছাত্রীর জবানবন্দিতে রাজি পুলিশ

এরপর দিন যত গড়াল পর্তুগিজ মহাতারকার দলবদল ঘিরে দেখা গেল একের পর এক টুইস্ট। রোনাল্ডোকে ছাড়তে যে পরিমাণ ট্রান্সফার ফি দাবি করেছিল ইতালির ক্লাব, তা দিতে রাজি হয়নি ম্যাঞ্চেস্টার সিটি। পেপের দল ফ্রি-প্লেয়ার হিসেবে পেতে চেয়েছিল রোনাল্ডোকে। তাই তিনি ম্যান সিটিকে নাকচ করে পুরনো ক্লাব ম্যান ইউতে সই করলেন। ২৪ মিলিয়ন ইউরোতে সিআর সেভেন ফিরলেন পুরনো সংসারে।

আরও পড়ুন : ত্রিপুরায় ফের বিজেপির হামলা, তৃণমূলের চাপে ছাত্রীর জবানবন্দিতে রাজি পুলিশ

২০০৩ থেকে ২০০৯ ফার্গুসনের ম্যান ইউতে কাটানোর পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। এর মধ্যে জুভেন্টাস ঘুরে ফের লাল ম্যাঞ্চেস্টারে প্রত্যাবর্তন পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী তারকার।

Latest article