প্রতিবেদন : শনিবারই চলতি বছরের চারধাম যাত্রার দিনক্ষণ ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। তারপরই জোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়েতে নতুন করে অন্তত ১০টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জোশীমঠ এবং মারওয়াড়ি এলাকার মাঝে বদ্রীনাথ হাইওয়েতে এই ফাটলগুলি দেখা গিয়েছে।
আরও পড়ুন-ময়দানে নেমে রাজনীতি করুক কংগ্রেস, সাফ কথা সুদীপের
বদ্রীনাথগামী সড়কের একটি ছোট অংশ বসে গিয়েছে বলেও দাবি তাঁদের। এতেই চারধামে যাত্রা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একটি ফাটল রয়েছে স্টেট ব্যাঙ্কের শাখার সামনে। ফাটল রয়েছে রেলওয়ে গেস্ট হাউসের কাছে। আবার মারওয়াড়ি সেতুর পাশেও ফাটল ধরেছে। বদ্রীনাথগামী সড়কের একটি ছোটখাটো অংশও বসে গিয়েছে। ফাটল ক্রমেই চওড়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
জোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি নামে স্থানীয় একটি নাগরিক সংগঠনের অভিযোগ, উত্তরাখণ্ডের বিজেপি সরকার ফাটল নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে না। একাধিক জায়গায় পুরনো ফাটল আরও চওড়া হয়েছে। নতুন ফাটলও মাথাচাড়া দিচ্ছে। জোশীমঠের অলিগলিতে।