অমর্ত্যর জমিরেকর্ড ফের শুনানির অপেক্ষা

সোমবার বোলপুরের ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক সঞ্জয় দাসের তত্ত্বাবধানে দু’পক্ষের আইনজীবীরা শুনানিতে আসেন। দীর্ঘক্ষণ সওয়াল-জবাব চলে

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : অমর্ত্য সেনের বসতবাড়ির জমির ‘রেকর্ড সংশোধন’-এর শুনানিতে আইনি আপত্তি জানাল বিশ্বভারতী। সোমবার বিএলআরও অফিসে শুনানিতে বিশ্বভারতী ফের অমর্ত্যর বিরুদ্ধে জমিদখল করে রাখার অভিযোগ তুলল। দু’পক্ষের যুক্তি পাল্টা-যুক্তিতেও কোনও সমাধানসূত্র বের হয়নি। ফলে ফের শুনানির কথা ঘোষণা করেছে বিএলআরও দফতর।

আরও পড়ুন-বদ্রীনাথ হাইওয়েতেও ফাটল, আশঙ্কা চারধাম যাত্রায়

জমি বিতর্কের মাঝেই অমর্ত্য সেনের আইনজীবীর দাবি, অমর্ত্যর পিতা আশুতোষ সেনের নামে ১.৩৮ ডেসিমেল জমি রয়েছে। তাই সম্পূর্ণ জমি রেকর্ড সংশোধনের জন্য ৩ ফেব্রুয়ারি বোলপুর ভূমি ও ভূমিসংস্কার দফতরে আবেদন করেছিলেন অমর্ত্য। সেই মোতাবেক সোমবার ২০ ফেব্রুয়ারি শুনানির জন্য বিএলআরও অফিসে দু’পক্ষকে ডেকেছিল। সোমবার বোলপুরের ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক সঞ্জয় দাসের তত্ত্বাবধানে দু’পক্ষের আইনজীবীরা শুনানিতে আসেন। দীর্ঘক্ষণ সওয়াল-জবাব চলে। আশুতোষ সেনের একটি উইল দেখান অমর্ত্যর আইনজীবী। যুক্তি, উত্তরাধিকার সূত্রে ছেলে অমর্ত্যর নামেই রেকর্ড সংশোধন হওয়া উচিত। পাল্টা নথি জমা দেন বিশ্বভারতীর আইনজীবী। সমাধানসূত্র বেরোয়নি। তাই ফের শুনানি হবে।

Latest article