মুম্বই, ১৩ ডিসেম্বর : হঠাৎ করেই বিরাট কোহলিকে নিয়ে ধোঁয়াশা! রবিবার দক্ষিণ আফ্রিকাগামী ভারতীয় দলের বাকি সদস্যরা মুম্বইয়ের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়লেন, বিরাট ছিলেন অনুপস্থিত। এই খবর প্রকাশ্যে আসার পরেই আলোড়ন তৈরি হয় ক্রিকেট মহলে। দ্রুত রটে যায়, ওয়ান ডে নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ বিরাট ফোন বন্ধ করে রেখেছেন। তাই বিসিসিআই কর্তারা কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে কবে বিরাট বায়ো বাবলে ঢুকবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
আরও পড়ুন-ফিরে এল পুলওয়ামা স্মৃতি শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, হত ৩
যদিও কয়েক ঘণ্টা পরেই বোর্ডের আধিকারিক জানিয়ে দেন, ‘‘বিরাটের আজ বায়ো বাবলে ঢোকার কথা ছিল। তবে ও জানিয়েছে, ব্যক্তিগত কারণে আজ নয়, মঙ্গলবার শিবিরে যোগ দেবে।’’ একই সঙ্গে বিরাটের ফোন বন্ধ থাকার খবরও উড়িয়ে দেন ওই বোর্ড কর্তা। এদিকে, বিরাটের হাত থেকে ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নিয়ে রোহিতের অধিনায়ক করায় দুই তারকা ক্রিকেটারের সম্পর্কে চিড় ধরবে বলে মনে করছে ক্রিকেট মহল। বায়ো বাবলে থাকা ভারতীয় দলের এক সিনিয়র সদস্য যদিও তা উড়িয়ে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটারের বক্তব্য, ‘‘কীসের বিভেদ? ওদের দু’জনের মধ্যে কোনও সমস্যা নেই। ওরা দু’জনেই পাক্কা পেশাদার এবং পরস্পরের ওপর শ্রদ্ধাশীল। বিরাট ভাই সতীর্থদের কাছে যথেষ্ট শ্রদ্ধা পেয়ে থাকে। তাই বিতর্কের কোনও প্রশ্নই নেই।’’
আরও পড়ুন-সিবিএসই : নারীবিদ্বেষী প্রশ্ন, হইচই হতেই প্রত্যাহার
প্রসঙ্গত, বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন খোদ রোহিত। হিটম্যান জানিয়েছিলেন, ‘‘বিরাটের নেতৃত্বে খেলা দারুণ উপভোগ করেছি। আমরা সব সময়ই একসঙ্গে খেলতে পছন্দ করি।’’ রোহিত আরও বলেছিলেন, ‘‘গত পাঁচ বছরে বিরাট ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটের অধিনায়ক ছিল। প্রত্যেক ম্যাচে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে। ও দলকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছে, তারজন্য প্রশংসা করতেই হবে। আমার কাজ দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’’
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…