লর্ডসেই সম্ভবত বিদায় ঝুলনের

Must read

নয়াদিল্লি : চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ। এবার একই পথের পথিক হতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেটের আরেক কিংবদন্তি ঝুলন গোস্বামীও (Cricketer Jhulan Goswami)! বোর্ড সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর ঐতিহাসিক লর্ডসে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন ঝুলন।

আরও পড়ুন: রাজস্থানের কাছে হার মোহনবাগানের 

মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি (২০১ ম্যাচে ২৫২টি) ঝুলনকে (Cricketer Jhulan Goswami) শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল মহিলা বিশ্বকাপে। তার পর থেকেই চোটের কারণে বাইরে রয়েছেন ৩৯ বছরের ডানহাতি পেসার। তবে আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে ঝুলনের নাম ঘোষণা করেছে বোর্ড। ইংল্যান্ড সফরে তিনটি করে টি-২০ এবং ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যা শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর। ঝুলন রয়েছেন ওয়ানডে দলে। যা শুরু হবে ১৮ সেপ্টেম্বর।

আরও পড়ুন: অনায়াস জয়, দুই ম্যাচেই সিরিজ ভারতের

বিসিসিআইয়ের অন্দরমহলের খবর, ২৪ সেপ্টেম্বর লর্ডসে আয়োজিত তৃতীয় ম্যাচই ঝুলনের বিদায়ী ম্যাচ হতে চলেছে। ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম আইকনকে সম্মান জানাতেই এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। শেষ পর্যন্ত তা হলে, মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেই ২২ গজকে বিদায় জানাতে চলেছেন ঝুলন। তিন ফরম্যাটে তাঁর দখলে ৩৫২টি উইকেট।

Latest article