মুম্বই : ২০২২-এর আইপিএল (IPL) অভিযান শেষ হয়ে যাওয়ার পরেই ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দিয়েছে কেকেআর (KKR)। প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ইংল্যান্ড টেস্ট দলের কোচ নিযুক্ত হয়েছেন। নাইট ম্যানেজমেন্ট সূত্রের খবর, তালিকায় প্রথম নাম ডেভিড হাসি। প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার এখন কেকেআর দলের প্রধান মেন্টর হিসেবে কাজ করছেন। হাসিকে চিফ কোচ করার ভাবনা রয়েছে ম্যানেজমেন্টের। অতীতে কোচিং স্টাফে থাকা আর এক প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন কাটিচের নামও কর্তাদের ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে। নাম ভাসছে দলের আর এক প্রাক্তনী ট্রেভর বেলিসেরও। নাইটদের দু’বার ট্রফি জয় তাঁরই কোচিংয়ে। সফল কোচকে ফেরানোর কাজটা অবশ্য সহজ হবে না। কারণ, বিগ ব্যাশ এবং দ্য হানড্রেডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বেলিস।
এদিকে, কোচ ম্যাকালামকে (Brendon McCullum) বিদায় জানানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রিকেটাররা (KKR)। দলের অন্যতম সিনিয়র সদস্য সুনীল নারিন বলেছেন, ‘‘যখন আমি কেকেআরের হয়ে প্রথম খেলতে শুরু করি তখন ম্যাকালামকে পেয়েছিলাম অধিনায়ক হিসেবে। পরে কোচ হিসেবেও পেলাম। ও একজন দারুণ মানুষ। যে সব সময় খেলোয়াড়দের খেয়াল রাখে এবং তাদের আগ্রহকে গুরুত্ব দেয়।’’ সদ্য প্রাক্তন কোচের প্রশংসায় দলের আর এক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও। তিনি বলেন, ‘‘আমরা চাপের মধ্যে থাকলেও ম্যাকালাম খুব শান্ত থাকে। ঠান্ডা মাথার দুর্দান্ত এক ব্যক্তিত্ব। একজন কোচ যে আমাকে সব সময় নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছে।’’ বিদায়ী কোচের প্রশংসা কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ারের গলাতেও। ‘‘ম্যাকালাম এমন একজন মানুষ যে খেলোয়াড়দের অনেক স্বাধীনতা দেয়। ওর মতো এত শান্ত এবং গোছানো কোচ আমি কখনও দেখিনি।’’ বলে দিলেন শ্রেয়স।
আরও পড়ুন: কৃষকঘাতী মোদি সরকার আর নেই দরকার