যে কোনও দলকে হারাতে পারি, বিরাট-ফর্মে উজ্জীবিত আরসিবি কোচ

Must read

মুম্বই : তীব্র খরার পর শ্রাবণের বারিধারা। অনেকটা সেভাবেই বিরাট কোহলির ব্যাটে দীর্ঘ রানের খরার পর রানের বৃষ্টি। ক্রিকেটের জন্য তৃপ্তিদায়ক ব্যাপার। এতটাই যে মুম্বই সমর্থকরাও বলছেন তাঁদের সঙ্গে আরসিবির (RCB) শেষ ম্যাচে শুধু কিং কোহলির জন্য মাঠে পঁচিশ শতাংশ দর্শক বেড়ে যাবে!
গুজরাটের সঙ্গে ৩৩ বলে পঞ্চাশ করার পর বিরাট (Virat Kohli) ৫৪ বলে ৭৩ রান করেছেন। আরসিবি এতে অনায়াসে জয়ের ১৬৯ রান তুলে প্লে অফের লড়াইয়ে টিকে রয়েছে। জয়ের পর আরসিবির হেড কোচ মাইক হেসন বলেছেন, বিরাটও মানুষ। তাঁরা জানতেন তিনি ঠিক রানে ফিরবেন। তাঁর কথায়, ‘‘আমি খুব আনন্দ পেয়েছি। বিরাট হল চেজ মাস্টার। ও খেললে কাজ সহজ হয়ে যায়। আমরা রান তাড়া করতে পারছিলাম না। কিন্তু ঠিক সময়ে বড় প্লেয়াররা দাঁড়িয়ে গেল।”

আরও পড়ুন: নতুন কোচের খোঁজ শুরু, ম্যাকালামকে বিদায় জানাল কেকেআর

পঞ্চাশ পেয়ে যাওয়ার পর বিরাটকে অনেক হালকা লেগেছে। সেটা স্বাভাবিক। হেসনের দাবি, বিরাটকে মাঠের ধার থেকে দেখেই তাঁরা বুঝেছেন কী মারাত্মক ইনটেনসিটি নিয়ে তিনি খেলছেন। কিং কোহলির (RCB- Virat Kohli) একটু কপাল দরকার ছিল। যা তাঁর সঙ্গে ছিল না। সেটা পেয়ে গেলে কেউ তাঁকে ঠেকাতে পারবে না।

বিরাট জানিয়েছিলেন, নেটে টানা ৯০ মিনিট ব্যাট করে তিনি এই ম্যাচের জন্য নিজেকে তৈরি করেছিলেন। ফল পেলেন ৮ উইকেটে জিতে। তাঁরা পৌঁছে গেলেন ১৬ পয়েন্টে। হেসনের দাবি, বিরাট রানে থাকলে যে কোনও দলকে তাঁরা হারাতে পারেন।

Latest article