সংকটে নেপাল

আগামী ছয় মাস আমদানির খরচ মেটানো যাবে। নেপালের প্রায় সব ব্যাঙ্কেই গ্রাহকরা ঋণ পাচ্ছেন না। তার মধ্যে আমানতের সুদের হার বাড়ানো হয়েছে।

Must read

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী নেপালের আর্থিক অবস্থাও গভীর সংকটের মুখোমুখি হয়েছে। জুন মাসে পার্বত্য এই দেশের খুচরো বাজারে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৫৬ শতাংশ। গত ছয় বছরে যা ছিল সর্বোচ্চ। এক বছর আগে নেপালের বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ১২ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সেই ভাঁড়ার ৯ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

আরও পড়ুন-রাজনীতিতে শেষ কথা হয় না, প্রমাণ করলেন নীতীশ

এতে টেনেটুনে আগামী ছয় মাস আমদানির খরচ মেটানো যাবে। নেপালের প্রায় সব ব্যাঙ্কেই গ্রাহকরা ঋণ পাচ্ছেন না। তার মধ্যে আমানতের সুদের হার বাড়ানো হয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী তার বাজেট ব্যবহার করতে পারছে না। তবে নেপালের দশা কখনওই শ্রীলঙ্কার মতো হবে না বলে দাবি করছে শেরবাহাদুর দেউবা সরকার। এমনকী, এই টালমাটাল অর্থনৈতিক অবস্থার মধ্যেই আগামী নভেম্বরে সাধারণ নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

Latest article