সভ্যতার সংকট

ইউক্রেনে নাকি গোপনে আরও ৬০ হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে রাশিয়া। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান এই পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন।

Must read

প্রায় দেড় মাস হতে চলল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। বুচার গণহত্যার পরে মঙ্গলবার ইউক্রেনের এক শিশুর ছবি সাড়া ফেলে দিয়েছে নেট-দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক খুদের আদুর পিঠে নাম এবং টেলিফোন নম্বর লেখা। শিশুকন্যার মা সাসা মাকোভি তিনদিন আগে ওই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

আরও পড়ুন-পুতিনের নরমেধ যজ্ঞ!

রাশিয়ার হামলায় যখন তখন মৃত্যু হতে পারে, এই আশঙ্কা থেকেই সন্তানের বুকে বা পিঠে নাম, ঠিকানা, টেলিফোন নম্বর লিখে দিচ্ছেন ইউক্রেনীয় মায়েরা। বাবারা রণাঙ্গনে, মায়েদের কিছু হলে শিশু তো অনাথ হয়ে যাবে! এই আশঙ্কা থেকেই শিশুর পরিচয় আগেভাগে লিখে রাখছেন মায়েরা। ইউক্রেনে যুদ্ধ কভার করা সাংবাদিকেরা বলছেন, এই ছবিই এখন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাস্তব চিত্র। সাংবাদিক আনাস্তাসিয়া ল্যাপাতিনার ট্যুইট, হৃদয়বিদারক দৃশ্য। অথচ কারও কিছু করার নেই। বাস্তব এটাও যে, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত আরও ১৩, নিখোঁজ তিন। খবর আল-জাজিরার।

আরও পড়ুন-আয়ুষ্মান ভারত : দুর্নীতি স্বীকার করল কেন্দ্র

জানা যাচ্ছে, ইউক্রেনে নাকি গোপনে আরও ৬০ হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে রাশিয়া। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান এই পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তাঁর দাবি, আন্তর্জাতিক মহলে রাশিয়াকে যুদ্ধাপরাধী প্রমাণ করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Latest article