কোচের সঙ্গে লড়াই ছিল না রোনাল্ডোর

দাবি জাতীয় দলের সতীর্থের

Must read

লিসবন, ২২ ফেব্রুয়ারি : কাতার বিশ্বকাপ চলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে পর্তুগালের (Portugal) কোচ ফার্নান্দো স্যান্টোসের ঝামেলা নিয়ে কম নিউজপ্রিন্ট খরচ করেনি মিডিয়া। কোচের উপরে রোনাল্ডোর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ থেকে শুরু করে স্যান্টোসের রোনাল্ডোকে বসিয়ে দেওয়া নিয়ে কম জলঘোলা হয়নি।
যদিও রোনাল্ডোর (Cristiano Ronaldo) জাতীয় দলের সতীর্থ রিকার্ডো কার্ভালহো জানাচ্ছেন, কোচের সিদ্ধান্তে রোনাল্ডো ক্ষুব্ধ হলেও আদর্শ টিমম্যানের মতোই আগাগোড়া দলের পাশে ছিলেন। তিনি বলছেন, ‘‘সেই সময় পরিস্থিতি খুব জটিল ছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিশ্চিয়ানোর সমস্যা শুরু হয়ে গিয়েছিল। তার উপরে কোচ ওকে একটা ম্যাচ বসিয়ে দেওয়ায় মেজাজ হারিয়ে ফেলেছিল।’’ কার্ভালহো আরও বলেন, ‘‘তবে ক্ষুব্ধ হলেও বিশ্বকাপ চলাকালীন ক্রিশ্চিয়ানো সব সময় দলের পাশে ছিল। ব্যক্তিগত সমস্যার প্রভাব সতীর্থদের উপর পড়তে দেয়নি।’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে কোচের কোনও ইগোর লড়াই ছিল না। সত্যি কথাটা হল, দল যখন খারাপ খেলে তখন অনেকেই অনেক কথা বলে। বাইরে থেকেও প্রচুর মন্তব্য হয়। যেগুলো আদৌ সত্যি নয়।’’

আরও পড়ুন: রঞ্জি হারিয়ে মাঠে মাঠে কোচ-নির্বাচকরা

Latest article