রিয়াধ: নিয়মিত গোল করছেন। কিন্তু সৌদি ফুটবল ফেডারেশনের কড়া শাস্তির মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Saudi Arabia- Cristiano Ronaldo)! যা পরিস্থিতি, তাতে পর্তুগিজ মহাতারকাকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে। একই সঙ্গে দিতে হতে পারে মোটা অঙ্কের আর্থিক জরিমানা।
যাবতীয় বিতর্কের সূত্রপাত, রবিবার রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিরুদ্ধে ম্যাচে। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসেরকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। ম্যাচটা শেষ পর্যন্ত রোনাল্ডোর ক্লাব ৩-২ ব্যবধানে জিতেছে। কিন্তু মাঠ ছাড়ার সময় আল শাবাব সমর্থকদের মুখে ‘মেসি…মেসি’ স্লোগান শুনে মেজাজ হারিয়ে বসেন সিআর সেভেন (Saudi Arabia- Cristiano Ronaldo)। প্রথমে দু’কানের পিছনে হাত নিয়ে সেই স্লোগান শোনার ভঙ্গি করেন। তার পরেই অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়ান। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর ওই মুহূর্তের ভিডিও ও ছবি ভাইরাল হতেই প্রবল সমালোচনা শুরু হয়।
আরও পড়ুন- সুপার কাপ জয়ের উৎসবে দুই মন্ত্রী, ক্লেটনদের সংবর্ধনা ইস্টবেঙ্গলের
আর তাতেই নড়েচড়ে বসেছে সৌদি ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত যদি রোনাল্ডো দুই ম্যাচের জন্য নির্বাসিত হন, তাহলে আল নাসের চাপে পড়ে যাবে। কারণ বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এছাড়া আগামী সপ্তাহের শুরুতেই রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল।