ম্যাঞ্চেস্টার, ১৭ অগাস্ট : মিডিয়ার (Media) উপরে বেজায় চটেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এ নিয়ে নিজের ক্ষোভ কোনও রাখঢাক না করেই সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
আরও পড়ুন: ফিফার সঙ্গে কথা কেন্দ্রের শুনানি পিছিয়ে সোমবার
ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, রোনাল্ডোকে নিয়ে মোহভঙ্গ হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে চার গোলে হারের পরেই তিনি ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছেন, রোনাল্ডোকে ছেড়ে দিয়ে নতুন স্ট্রাইকারের জন্য ঝাঁপাতে! ম্যান ইউ কর্তৃপক্ষও সিআর সেভেনের আচরণে একেবারেই খুশি নয়। তাই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এই খবর প্রকাশিত হওয়ার পরেই ইনস্টাগ্রামে তোপ দেগেছেন রোনাল্ডো (Media- Cristiano Ronaldo)। তিনি লিখেছেন, ‘‘সপ্তাহ দুয়েক আগে ওরা যখন আমার সাক্ষাৎকার নিল, তখনই তো সত্যটা জেনে গিয়েছিল। এখন মিডিয়া মিথ্যা খবর ছাপছে। আগামী দু’সপ্তাহের মধ্যে সবাই সত্যিটা জেনে যাবে।’’ তিনি যে সংবাদমাধ্যমের অসত্য খবরের হিসেব রাখছেন, তাও জানিয়েছেন রোনাল্ডো। তিনি লিখেছেন, ‘‘আমার একটা নোটবই আছে। হিসেব করে দেখেছি, গত কয়েক মাসে আমাকে নিয়ে ১০০টা খবর হয়েছে। এর মধ্যে মাত্র পাঁচটি সত্যি।’’
আরও পড়ুন: ব্যর্থতা মেনে নিতে পারতেন না শাস্ত্রী, ফাঁস করলেন কার্তিক
এদিকে, ইলন মাস্কের একটা ট্যুইট। আর তাতেই তিনি ম্যান ইউ কিনতে চলেছেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার গভীর রাতে মাস্ক ট্যুইট করেছিলেন, ‘‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছি। সবাইকে স্বাগত।’’ অপ্রাসঙ্গিত ট্যুইটের জন্য বিখ্যাত মাস্ক অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই ফের ট্যুইট করে জানান, তিনি মজা করছিলেন।