কল্যাণ চন্দ্র, বহরমপুর: শতাব্দীপ্রাচীন কাশিমবাজারের ছোট রাজবাড়ির দুর্গাপুজো এবারেও জাঁকজমকের সঙ্গে শুরু হল। মহালয়ায় থেকেই শুরু হয় রাজবাড়ির পুজোপাট। করোনা আবহে দু’বছর রাজবাড়ির প্রধান দরজা দর্শকদের জন্য বন্ধ থাকলেও এবার সেই দরজা খুলে গেল। তবে মাস্ক পরেই মন্দিরে প্রবেশের অনুরোধ জানান রাজ পরিবারের সদস্যরা।
আরও পড়ুন-ডাক্তারদের জন্য আর চা-টিফিন আনতে পারবেন না নিরাপত্তারক্ষীরা
মারাঠা দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভগবানগোলার ফিরোজপুর থেকে বহরমপুরের কাশিমবাজারে চলে আসেন অযোধ্যারাম চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদে আলিবর্দি খাঁয়ের রাজত্বকালে ব্রিটিশের সঙ্গে সখ্যতা বাড়িয়ে রেশম ব্যাবসা করেন অয্যোধ্যারামের পুত্র দীনবন্ধু। ব্রিটিশ সরকারের কাছে ‘রায়’ উপাধি পেয়ে ১৭৪০ সালে কাশিমবাজারে রাজপ্রাসাদ নির্মাণ করেন তিনি। দূর্গাপুজোর সূচনাও তাঁর হাতেই। সেই থেকে কাশিমবাজার ছোট রাজবাড়িতে পুজো হয়ে …