১৫ দিনে সোমনাথকে ভর্তির নির্দেশ দিল উচ্চ আদালত

রুর‍্যাল ম্যানেজমেন্টে প্রভিশনাল লিস্ট বের হয় দুবার। কিন্তু প্রথমবার মেধা তালিকায় নাম থাকলেও সংশোধিত দ্বিতীয় তালিকায় নাম ছিল না সোমনাথের।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : কলকাতা উচ্চ আদালত দু’সপ্তাহের মধ্যে ভর্তির নির্দেশ দেওয়ায় বিশ্বভারতীর পল্লি সংগঠন বিভাগের রুর‍্যাল ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে আর বাধা থাকল না সোমনাথ সৌয়ের। শিক্ষা প্রতিষ্ঠানের শৃংখলাভঙ্গ ও অছাত্রসুলভ আচরণের কারণ দেখিয়ে ছাত্রভর্তিতে নিষেধাজ্ঞা জারি করে বিশ্বভারতী।

আরও পড়ুন-কাশিমবাজার ছোট রাজবাড়ির পুজোয় দূরদূরান্তের মানুষের ভিড়

যদিও সেখানে স্পষ্ট করে কোনও ছাত্রের নাম ছিল না। রুর‍্যাল ম্যানেজমেন্টে প্রভিশনাল লিস্ট বের হয় দুবার। কিন্তু প্রথমবার মেধা তালিকায় নাম থাকলেও সংশোধিত দ্বিতীয় তালিকায় নাম ছিল না সোমনাথের। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর আইনজীবী শামিম আহমেদ জানান, উচ্চ আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সোমনাথকে দু’সপ্তাহের মধ্যে ভর্তি করতে হবে। তবে তাঁকেও আচরণের জন্য ক্ষমা চাইতে হবে। জানা গিয়েছে সোশাল মিডিয়ায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে একটি ছবি সুপার ইম্পোজ করে পোস্ট দেন তিনি। এরপরই ঘটনাচক্রে তাঁর ভর্তি আটকে যায়। প্রসঙ্গত, সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি এ বছর ২৯ অগাস্ট সিদ্ধান্ত নেয়, শৃঙ্খলাভঙ্গকারী, পরিবেশ বিনষ্টকারী বা অসদাচারণকারী দরখাস্তকারীদের ক্ষেত্রে প্রোক্টরের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভর্তি রদ রাখবে।

Latest article