রেকর্ড জয়ে আসানসোলবাসীর অকুণ্ঠ প্রশংসা আপ্লুত শত্রুঘ্নের

আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথমবার তৃণমূলের জয় আসে সারা ভারতে রেকর্ড মার্জিনে। সেই প্রসঙ্গ তুলে শত্রুঘ্ন বলেন, ‘আসানসোল সৌভ্রাতৃত্বের শহর।

Must read

সংবাদদাতা, আসানসোল : কেন্দা ফাঁড়ি ফুটবল ময়দানে জামুড়িয়া ২ ব্লক তৃণমূল আযোজিত ‘বসন পরো মা’ অনুষ্ঠানে বৃহস্পতিবার আসানসোলের সাংসদ হিসেবে জয়ের পর প্রথমবার এসে সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি ধন্য। আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন তার জন্য আমি আপ্লুত। বস্ত্রদান তো বাহানা, আমি এসেছি লোকসভা উপনির্বাচনে আমাকে যেভাবে আপনারা সমর্থন করেছেন তার জন্য ধন্যবাদ জানাতে।’

আরও পড়ুন-১৫ দিনে সোমনাথকে ভর্তির নির্দেশ দিল উচ্চ আদালত

আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথমবার তৃণমূলের জয় আসে সারা ভারতে রেকর্ড মার্জিনে। সেই প্রসঙ্গ তুলে শত্রুঘ্ন বলেন, ‘আসানসোল সৌভ্রাতৃত্বের শহর। এখানে দুর্গাপুজো, কালীপুজো, ইদ, খ্রিস্টমাস সব অনুষ্ঠান সমস্ত জাতি-ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে পালন করেন। এই পরিবেশ পেলে গোটাদুনিয়া সুন্দর হয়ে যেত। দুর্গাপুজো বাংলা ও বাঙালির শ্রেষ্ঠতম উৎসব, এই উৎসব বিশ্ব দরবারে সমাদৃত। ভারতের বাইরেও বিভিন্ন দেশে দুর্গোৎসব পালিত হয় মহাধুমধামে।’ বলেন, ‘শুধু পুজোপার্বণে নয়, আপনাদের সুখ-দুঃখের পাশে আছি, থাকব।’ ৮ অঞ্চলের প্রায় ৫ হাজার মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজো উপলক্ষে। ছিলেন বিধায়ক হরেরাম সিং-সহ অন্যরা।

Latest article