স্পর্শকাতর এলাকা চিহ্নিত করবে সিআরপিএফ!

Must read

লোকসভা ভোটের আগেই শুক্রবার থেকে বাংলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের আগে দু’দফায় রাজ্যে মোট ১৫০ কোম্পানি বাহিনী এসে পৌঁছবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য কলকাতার একাধিক স্কুল চিহ্নিত করেছে কমিশন। যা নিয়ে ক্ষুব্ধ শিক্ষামহল। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে কমিশনের ভোট বিজ্ঞপ্তি প্রকাশের আগেই কেন গাজোয়ারি করে এত বাহিনী (CRPF)  পাঠাল প্রশ্ন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুন: এসেছেন যখন তখন বলে যান আর কত বঞ্চিত হব আমরা?

নির্বাচন কমিশনের সাফাই এই প্রথমবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করার কাজে লাগানো হবে সিআরপিএফকে (CRPF)। তাই আগেভাগে তাঁদের কলকাতা-সহ একাধিক জায়গায় পাঠানো হয়েছে। পাশাপাশি এবারের ভোটে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও লাগাতে চাইছে কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে পাঠানো নির্বাচন সংক্রান্ত চিঠিতে একথা জানানো হয়েছে। এছাড়া ভোটের জন্য জেলায় জেলায় গঠিত ইন্টেলিজেন্স কমিটিতে ইডির প্রতিনিধি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার পর কোথায় কত বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে, সেই তালিকা বিন্যাসও চূড়ান্ত করবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। জানা যাচ্ছে, বাংলার ভোটে এবারে মোট প্রায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে কমিশন।

Latest article