চিপকে আজ আইপিএল শুরু সিএসকে-আরসিবি দ্বৈরথে

নেতৃত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে ঋতুরাজ

Must read

চেন্নাই: ‘আনপ্রেডিক্টেবল’ মহেন্দ্র সিং ধোনি আরও একবার ভক্তদের চমক দিলেন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন, অপেক্ষা করুন আমার নতুন ভূমিকা জানতে পারবেন। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরুর আগের দিন আচমকা চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব বদলের ঘোষণা। বৃহস্পতিবার আইপিএল ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশনের ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়। কারণ, সেখানে দেখা যায়, হলুদ জার্সিতে অনুপস্থিত ধোনি। তাঁর পরিবর্তে দেখা যায় ঋতুরাজ গায়কোয়াড়কে। জল্পনার অবসান ঘটিয়ে সিএসকে-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘মহেন্দ্র সিং ধোনি সিএসকে-র নেতৃত্বভার তুলে দিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। আসন্ন মরশুমের দিকে তাকিয়ে দল।’’ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ল ‘ক্যাপ্টেন কুল’-এর আচমকা নেতৃত্ব ছাড়ার খবর। ধোনি-কোহলি-রোহিত, গত ১৬ বছরে এই প্রথম তিন মহাতারকার কেউ নেতৃত্ব দেবেন না আইপিএলে।
এতটাই আচমকা সিদ্ধান্ত যে, সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন অধিনায়কদের মিটিংয়ের ঠিক আগেই জানতে পারেন টিমের নেতৃত্ব বদলের সিদ্ধান্ত। চেন্নাই কর্তা বলেন, ‘‘অধিনায়কদের মিটিংয়ের আগেই আমি জানতে পারি সিএসকে-র নেতৃত্ব বদলের সিদ্ধান্ত। টিমের স্বার্থে ধোনির সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’’ ২০২২ সালের আইপিএলেও এইভাবে বদলে গিয়েছিল সিএসকে-র অধিনায়ক। টুর্নামেন্ট শুরুর আগেই ইয়েলো ব্রিগেডের নেতা হিসেবে আচমকা রবীন্দ্র জাদেজার নাম ঘোষণা করা হয়েছিল। উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে ছিলেন ধোনি। কিন্তু জাদেজার অধীনে একের পর এক ম্যাচে শোচনীয় পারফরম্যান্স করে সিএসকে। বাধ্য হয়ে টুর্নামেন্টের মাঝপথে ফের নেতৃত্বের ব্যাটন তুলে নিয়ে টিমের হাল ধরেন ধোনি। দু’বছর পর একইভাবে হাতবদল চেন্নাইয়ের নেতৃত্বের ব্যাটন।
মাহি আচমকা সিএসকে-র (CSK-RCB) নেতৃত্ব ছাড়ায় আবেগপ্রবণ ভক্তরা। অনুরাগীদের একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘খুব সহজেই এই মরশুমটা নেতৃত্ব দিয়ে টিমকে আরও গৌরবান্বিত করতে পারতেন। কিন্তু
এখানেই বাকিদের থেকে আলাদা এমএসডি। ব্যক্তিগত কীর্তির আগে সবসময় টিমকেই আগে রাখেন।’’ আর এক ভক্ত ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘‘ধন্যবাদ এমএস ধোনি। আপনিই আইপিএলের ইতিহাসের
সর্বশ্রেষ্ঠ অধিনায়ক।’’

আরও পড়ুন- ২৫ জুন শুরু কলকাতা লিগ

নেতৃত্ব ছাড়ার পর আরও একটা প্রশ্ন! এবারই কি বিদায়ী মরশুম ধোনির? তার আগে নেতা ঋতুরাজকে গাইড করে তৈরি করে দিতে চাইছেন? নিজের উত্তরসূরি বেছে নিয়েই কি বুটজোড়া তুলে রাখবেন? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত মাস দুয়েক। আসলে সিএসকে পরিবারে প্রথম থেকে শেষ পুরোটাই এমএসডি। টিমের অলিখিত মেন্টর, ক্যাপ্টেন। অবসরের পরেও ভূমিকা যাই হোক, ধোনির কাজ একই থাকবে। হাঁটুর অস্ত্রোপচারের পর এবার শারীরিকভাবে খুব ভাল জায়গায় রয়েছেন ভারতকে জোড়া বিশ্বকাপ দেওয়া অধিনায়ক। নেটে দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন। পুরনো মেজাজে হেলিকপ্টার শট মারছেন। নেতৃত্ব না দিলেও রেকর্ড ষষ্ঠ খেতাব জিতে বিদায়ী মরশুম নিশ্চয় স্মরণীয় করে রাখতে চাইবেন মাহি। সিএসকে-র (CSK-RCB) কোচ স্টিফেন ফ্লেমিং বললেন, ‘‘দু’বছর আগে ধোনি যখন নেতৃত্ব ছেড়েছিল তখন আমাদের কাছে ধাক্কা ছিল। কিন্তু এবার জানতাম। তাই আমরা প্রস্তুত। আশা করি, ধোনি সব ম্যাচই খেলবে।’’
শুক্রবার চিপকে নিজেদের দুর্গে শুরুটা ভাল হোক, চাইছে ধোনির টিম। রবীন্দ্র জাদেজা, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনারের মতো তারকা রয়েছে দলে। তবে বিরাট, ফাফ ডুপ্লেসিদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না ধোনিদের।

Latest article