প্রতিবেদন : বর্ষা কবে বিদায় নেবে তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ আম-জনতাকে চরম উদ্বেগে ফেলেছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ওই নিম্নচাপটি রবিবার বিকেলের দিকে প্রবল শক্তিতে অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর নামকরণ করেছে পাকিস্তান। তবে গুলাবই শেষ নয়। গুলাবের পিছনে আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বলে মৌসম ভবন জানিয়েছে। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলাবের কারণে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু গুলাবের পিছনে থাকা ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালরকম বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘন্টা সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে জল-ঝড়ের বিশেষ সম্ভাবনা না থাকলেও আকাশ কার্যত মেঘলা থাকবে। তবে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। গুলাবের কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্র ও ওড়িশা উপকূলে। মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও কর্নাটকেও গুলাবের প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। গুলাবের কারণে বাংলায় বড় মাপের বৃষ্টিপাতে আশঙ্কা না থাকলেও মঙ্গলবার থেকে গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।
আরও পড়ুন-অসমে মৃতদেহের ওপর নৃশংস অত্যাচার, বিজেপির বিরুদ্ধে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের