প্রতিবেদন: মাত্র ১০ সেকেন্ডে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোটা এলাকা। ভেঙে গিয়েছে একাধিক গাছ উড়েছে ঘরের চাল। তবে কোনও হতাহতের খবর নেই বলে প্রশাসন সুত্রে জানা গেছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া (Habra) থানার অন্তর্গত কাশিপুর ও কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে এই ১০ সেকেন্ডের ঝড় এটি কি টর্নেডো নাকি অন্য কিছু তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন দুপর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে শ্মশান এলাকার এক শিমুল গাছের গোড়া থেকে ঝড় ওঠে তারপর সেটি ঘুরে ঘুরে কিছুটা গিয়ে আবার মিলিয়ে যায়। দমকা হাওয়াতে একাধিক গাছ ভেঙে পড়ে বাড়ির টিনের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল কর্মীরাও। উদ্ধার কাজ শুরু করেন তাঁরা। উল্লেখ্য, আবাহওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভবনা। তার সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি। কিন্তু হাবড়ায় (Habra) হঠাৎ ঘূর্ণিঝড় ওঠে। এলাকার টিনের চালের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। টিন উড়ে পড়ে অন্যত্র। বরাতজোরে রক্ষা পান অনেকে। ঝড়ে পড়ে যায় প্রচুর গাছও। কিছুক্ষণের জন্য এলাকার কয়েকটি রাস্তা বন্ধ হয়ে যায়। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তারও। কোনওরকম বিপদ এড়াতে প্রসাসনের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ এবং স্থানীয় তৃণমূলকর্মীরা দ্রুত ঘটানার স্থলে পোঁছায়। উদ্ধারকাজ শুরু হয়। বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলি প্রশাসনের তৎপরতায় দ্রুত স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্তদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন-স্পেন থেকে দুবাই, মুখ্যমন্ত্রীর হাত ধরে বিনিয়োগ পরিবর্তনের বাংলায়