স্পেন থেকে দুবাই, মুখ্যমন্ত্রীর হাত ধরে বিনিয়োগ পরিবর্তনের বাংলায়

Must read

মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নেতৃত্বে শিল্পপ্রতিনিধি দল স্পেন থেকে দুবাই। ১১ দিনের শিল্পসফরে কখনও বাংলা ফুটবলের পরিকাঠামো আমূল বদলে দিতে লা-লিগার সঙ্গে চুক্তি। আবার কখনও মাদ্রিদে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলায় নিজের তিনটি ইস্পাত কারখানার সাফল্য মেলে ধরে আহ্বান জানাচ্ছেন শিল্পপতিদের লগ্নির জন্য। প্রবল আগ্রহ। পরপর বৈঠক। প্রতিশ্রুতি। চলবে ফলোআপ মিটিং। অন্যদিকে, বার্সেলোনা ঘরের ছেলেকে ঘরে ফেরাল। শিল্পপতি কমলকুমার মিত্তাল জানিয়ে দিলেন, পুরনো কারখানায় আরও ২৫০ কোটির লগ্নি, হবে ইথানল কারখানা এবং বাংলার পর্যটনকেন্দ্রগুলিতে আন্তর্জাতিক মানের হোটেল। ফুটবল স্টেডিয়ামকে কেন্দ্র করে বার্সেলোনার যে ফুটবল বাণিজ্য তাকেও মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বাংলায় নিয়ে আসতে করলেন বৈঠক। দুবাইতে পৃথিবীখ্যাত লুলুগোষ্ঠী বাংলায় শুধু যে মল তৈরি করবে তাই নয়, একাধিক ক্ষেত্রে লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে চলতি বছরের শিল্প-বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বদলে যাচ্ছে বাংলার বিনিয়োগ মানচিত্র।

আরও পড়ুন-দুবাইকে ‘কন্যাশ্রী’ চেনালেন সুচরিতা, করলেন বাংলার নারী শক্তির জয়গানও

Latest article