ডায়মন্ড হারবারের সামনে খিদিরপুর

সুপার সিক্সে আজ প্রথম ম্যাচ কিবুদের

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে নেমেই খেতাবি লড়াইয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। মহামেডানের সঙ্গে সর্বোচ্চ ২৯ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে তারা। গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগানের মতো হেভিওয়েট দলকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে কিবু ভিকুনার দল। লিগে তারা আর এক বড় দল মহামেডানকেও হারিয়েছে। আজ শনিবার সুপার সিক্সে প্রথম ম্যাচ খেলতে নামছেন রাহুল পাসোয়ানরা। নৈহাটির বঙ্কিমাঞ্জলি ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ খিদিরপুর (DHFC vs kidderpore)। সুপার সিক্সে প্রথম লড়াই জিতে খেতাবি দৌড়ে এগিয়ে থাকা মহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চায় অভিষেকের ক্লাব।
গত বছরও লিগে সুপার সিক্সে খেলেছিল খিদিরপুর (DHFC vs kidderpore)। কিন্তু এবার গ্রুপ পর্ব শেষে তাদের দল ভেঙে গিয়েছে। কোনও রকমে জোড়াতালি দিয়ে দল গড়ে সুপার সিক্সে খেলছে তারা। তবে ডায়মন্ড হারবার কোচ কিবু প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছেন। ম্যাচের আগের দিন স্প্যানিশ কোচ বলেছেন, ‘‘আমরা খুব সতর্ক সুপার সিক্সে অভিযান শুরুর আগে। জানি, এটা চ্যাম্পিয়নশিপ রাউন্ড। প্রতিটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আপাতত শনিবারের খিদিরপুর ম্যাচ নিয়ে ভাবছি। ওরা পরপর দু’বছর কলকাতা লিগের সুপার সিক্সে খেলছে। তিন পয়েন্ট পাওয়ার লড়াইয়ে খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের।’’

আরও পড়ুন- বিশ্বকাপ জার্সি প্রকাশ অস্ট্রেলিয়ার

সুপার সিক্সে অভিযান শুরুর আগে ডায়মন্ড হারবার শিবিরে অস্বস্তি বাড়িয়েছে দলের এক নম্বর গোলকিপার সুস্নাত মালিকের চোট। তাঁকে সম্ভবত খিদিরপুরের বিরুদ্ধে পাচ্ছে না দল। সুস্নাত খেলতে না পারলে গোলের নীচে দাঁড়াতে পারেন সুব্রত সাঁতরা। কিবুর দলে আর কোনও চোট আঘাত বা কার্ড সমস্যা নেই। তবে মোহনবাগান ম্যাচে লাল কার্ড দেখা সেন্টার ব্যাক অয়ন মণ্ডলকে এই ম্যাচে পাওয়া যাবে না। তাই রক্ষণভাগে নতুন কম্বিনেশনে নামাতে হবে কোচ কিবুকে। ডায়মন্ড হারবার দলে অবশ্য বিকল্প রয়েছে। তাই খিদিরপুরের বিরুদ্ধে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তাদের।
খিদিরপুর সুপার সিক্সে প্রথম ম্যাচে মহামেডানের কাছে পাঁচ গোল হজম করেছে। দলের অধিকাংশ ফুটবলার না থাকায় তারা সমস্যায়। তবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সম্মানজনক ফল করতে চায় তারা।

Latest article