চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র। ভারতে নাশকতা চালাতে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছিল পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim- NIA)। সম্প্রতি মুম্বইয়ের বিশেষ আদালতে এই সংক্রান্ত চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা এনআইএ।
এনআইএ-র তরফে যে চার্জশিট পেশ সেখানে অভিযুক্তদের তালিকায় রয়েছে, দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, আরিফ আবুবকর শেখ, সাব্বির আবুবকর শেখ, এবং মহম্মদ সেলিম কুরেসি। ডি কোম্পানির এই সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, এরা বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক এবং সংগঠিত আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেট চালিয়ে থাকে। ভারতের ডি কোম্পানির হয়ে কাজ করা তিনজনকে গত অগাস্ট মাসে গ্রেফতার করে এনআইএ। তাদের বিরুদ্ধে আদালতে পেশ করা চার্জশিটে বলা হয়েছে এই তিনজনকে বিপুল অংকের টাকা পাঠানো হয়েছিল হাওয়ালার মাধ্যমে। রাজনীতিবিদ, শিল্পপতি-সহ বিখ্যাত ব্যক্তিদের হত্যার জন্য আলাদা একটি শাখা গড়েছে দাউদের ডি-কোম্পানি। এর জন্য গোলা-বারুদ, অস্ত্রসস্ত্র কেনার কথা ছিল হাওয়ালায় পাঠানো টাকা দিয়ে।
আরও পড়ুন: জন্মদিনে দলের নেতা-কর্মী-সমর্থকদের ভালোবাসা পেয়ে মুগ্ধ অভিষেক, ট্যুইট করে জানালেন তিনি
এনআইএ-র দাবি, ধৃত আরিফ শেখ ও শাব্বির শেখকে পাকিস্তান (Pakistan) থেকে হাওয়ালার মাধ্যমে নগদ ২৫ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। যা দুবাই (Dubai) হয়ে মুম্বইতে এসেছিল। মনে করা হচ্ছিল দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim- NIA) নির্দেশে ছোটা শাকিলের কাছ থেকে ওই অর্থ পেয়েছিল তিনজন। সন্ত্রাসবাদী হামলার জন্যই ওই অর্থ পাঠানো হয় বলে দাবি।