সংবাদদাতা, বারাসত : কেন্দ্র টাকা আটকে রেখেছে, তাছাড়া বাম জামানার ধার করা টাকার সুদ ও আসল দিতে গিয়েই সমস্যা হচ্ছে সরকারের। তার মধ্যেই মাসমাহিনা, পেনশান ও উন্নয়ন, মাথা ঠান্ডা করে একনাগাড়ে চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা করবেন না। টাকার সংস্থান হলেই রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী ডিএ দিয়ে দেবেন বলে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পঞ্চায়েতিরাজ শাখার রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য কনভেনশন অনুষ্ঠানে এসে জানালেন ডাঃ মানসরঞ্জন ভুইঞ্যা। এদিন বারাসত রবীন্দ্রভবনে সংগঠনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়। ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, মফিদুল হক শাহাজি, তারান্না সুলতানা মির, প্রতাপ নায়েক, ভাস্কর নন্দী-সহ অন্যরা।
আরও পড়ুন-‘পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে’ কুণাল ঘোষের নিশানায় কেন্দ্র
এদিন রাজ্যের প্রতিটি জেলা থেকে সংগঠনের সদস্যরা রবীন্দ্র ভবনে উপস্থিত হন। মানস এদিন রাজ্যের আয়-ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঝড় উঠেছে। রাজ্যের ২০ লক্ষ মানুষের হকের পাওনা আদায়ের ঝড়। এর মধ্যে শুধু তৃণমূলের লোকেরাই নেই, সব রাজনৈতিক দলের লোক রয়েছে। একা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল রাস্তায় নেমে আন্দোলন করছে। সংগঠকদের উদ্দেশ্যে বলেন, বিডিও, বিএলআরও অফিসে কিছু কেউটে সাপ বসে আছে। তাদের জন্য সাধারণ মানুষ হেনস্থা হচ্ছেন। নানাভাবে রাজ্যের ফাইল আটকে রাজ্য ও রাজ্যবাসীর উন্নয়ন আটকাতে চাইছে।