সিকিমে মৃতের পরিবারের পাশে তৃণমূল

রংপোতে রাহুল ও তাঁর এক বন্ধু বাড়িভাড়া নিয়ে থাকতেন। হড়পা বানের কবলের হাত থেকে বন্ধু রক্ষা পেলেও রাহুল পাননি।

Must read

সংবাদদাতা, কোচবিহার : সিকিমের মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। সিকিমের প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন দিনহাটার ভেটাগুড়ির এক যুবক৷ সিকিমের প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ ছিলেন তিনি। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এদিন তাঁর বাড়িতে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন দিনহাটার তৃণমূল নেতৃত্ব। গত রবিবার শেষবারের মতো ভেটাগুড়ির বাড়িতে এসেছিলেন রাহুল।

আরও পড়ুন-টাকার সংস্থান হলেই ডিএ : মানস

সিকিমের ভয়াবহ হড়পা বান কেড়ে নিয়েছে  রাহুলের প্রাণ। দিনহাটা মহকুমার ভেটাগুড়ি রুয়েরকুঠি গ্রামের বাসিন্দা বছর ২৭-এর রাহুল মোদক। মাসচারেক আগে গিয়েছিলেন সিকিমে একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতে। সিকিমের রংপো এলাকায় একটি বাড়িভাড়া নিয়ে থাকতেন। গত মঙ্গলবার রাতে সিকিমে হঠাৎ হড়পা বানের কবলে পড়েন। তারপর থেকেই খোঁজ পাওয়া যায়নি। বুধবার শিলিগুড়িতে তাঁর নিথর দেহের খোঁজ পান পরিবারের সদস্যরা। শনিবার তাঁর বাড়িতে যান তৃণমূল দিনহাটা ২  ব্লক  সভাপতি দীপককুমার ভট্টাচার্য, দিনহাটা ১  ব্লক সভাপতি অনন্তকুমার বর্মন। ওঁরা জানান, এই পরিবারের যে কোনও প্রয়োজনে তাঁরা পাশে থাকবেন।

আরও পড়ুন-‘পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে’ কুণাল ঘোষের নিশানায় কেন্দ্র

রংপোতে রাহুল ও তাঁর এক বন্ধু বাড়িভাড়া নিয়ে থাকতেন। হড়পা বানের কবলের হাত থেকে বন্ধু রক্ষা পেলেও রাহুল পাননি। তলিয়ে যান। পরে সেই বন্ধুই বিষয়টি ফোন করে রাহুলের বাড়ির লোকেদের জানান। ঘটনার পর থেকেই ভেটাগুড়ির বাড়িতে শোকের ছায়া। নাতির ছবি নিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন ঠাকুরমা।

Latest article