একদিকে ক্রিকেট উৎসব, অন্যদিকে দুর্গোৎসব। একটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর একটি আসন্ন। এরই মাঝে সাড়ম্বর সূচনা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১০’-এর। উৎসবের মরশুমে, বিশ্বকাপ আর পুজোর আবহে ‘দাদাগিরি’ শুরু হওয়ায় ছোটপর্দার দর্শকদের উদ্দীপনা দ্বিগুণ। এই মুহূর্ত অবধি জনপ্রিয় যত বাংলা রিয়্যালিটি শো রয়েছে, তার মধ্যে অন্যতম হল ‘দাদাগিরি’। এও যেন বাঙালির আর এক উৎসবই। যার প্রধান কারণ দাদার ম্যাজিক্যাল স্ক্রিন প্রেজেন্স।
আরও পড়ুন-আজ চেতলায় ভার্চুয়াল চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী
বাংলা টেলিভিশনের সফল রিয়্যালিটি শো দাদাগিরি-কে তিনি নিজের কাঁধে পৌঁছে দিয়েছেন এক অন্যমাত্রায়। গতবছর এই শোয়ের গ্রান্ড ফিনালের টিআরপি ছিল তুঙ্গে। এর আগে দাদগিরির আটটি সিজনের সঞ্চালনার দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। শুধুমাত্র সিজন ৩-এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু বাঙালির হৃদয় জুড়ে দাদা, তাই সৌরভের মতো জনপ্রিয়তা মিঠুন পাননি। দর্শকের কাছে দাদাগিরি আর সৌরভ যেন সমার্থক। সৌরভ ছাড়া এই রিয়্যালিটি শো আকর্ষণহীন। সঞ্চালক এত পপুলার খুব কম দেখা গেছে। তাই আপাতত বেশ কিছু মাস দাদা-হাইপে মত্ত থাকবে বাঙালি।
আরও পড়ুন-৭০টি হোমিওপ্যাথি, ৪০টি আয়ুর্বেদিক, ১০টি ইউনানি, রাজ্যে খুলছে আরও ১২০টি নতুন আয়ুষ চিকিৎসাকেন্দ্র
‘দাদাগিরি’র অডিশন শুরু হয়েছিল বহু আগেই, যদিও তার প্রচারের ঝলক তেমন দেখতে পাওয়া যায়নি। দাদাগিরি আনলিমিটেড সিজন ১০-এর এবারের ট্যাগলাইন ছিল ‘বাঙালি লড়ে বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। যে বাঙালি বাঘের মতো ঝাঁপাতে তৈরি তাঁদের জন্য আসছে দাদাগিরি।’ এই শোয়ের প্রোমোতে সৌরভকে এটা বলতেও শোনা গিয়েছিল। সিজন ১০-এ থাকছে একাধিক নতুন চমক। উদ্বোধন এবং পরবর্তী কয়েকটি পর্বেই তাঁর আভাস ইতিমধ্যেই পেয়ে গেছেন সবাই। উদ্বোধনের দিন দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন ওস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমন ও আয়ান, পণ্ডিত তন্ময় বোস প্রমুখ।
আরও পড়ুন-পঞ্চায়েতে জাকাতের তাণ্ডব
গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট এবং ৬ অক্টোবর থেকে শুরু ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’। প্রথম পর্বেই বাজিমাত করলেন দাদা। প্রতিযোগীদের সঙ্গে পা মিলিয়ে নাটো-নাটো নাচতে দেখা গেল তাঁকে।
এদিনের পর্বে মুর্শিদাবাদ জেলাকে প্রতিনিধিত্ব করেন তাজকিরা বেগম। তিনি নিজের হাতে কাঁথাস্টিচের কাজ করা উত্তরীয় দাদাকে উপহার দেন। যাতে লেখা ছিল ‘দাদাগিরি’ এবং আঁকা রয়েছে দাদার ছবি। যা দেখে অভিভূত হয়ে যান দাদা। তাজকিরা বেগম বাম জমানায় ইংরেজি শিখতে না পারার কথাও তুলে ধরেন দাদাগিরির মঞ্চে। বিনোদনের মঞ্চে এদিন উঠে আসে হালকা রাজনৈতিক কথাও। যদিও তাতে আমল দেননি বাংলার মহারাজ। এই শোয়ের একটি বিশেষ পর্বে আসেন সপরিবার ‘নিম ফুলের মধু’। যেখানে দেখা গেল সৃজন এবং পর্ণা অর্থাৎ অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মাকে। রুবেলের জীবনের কিছু সুন্দর মুহূর্ত উঠে এল টিভির পর্দায়। দাদার ম্যাজিকে শুরুর দিন থেকেই এই রিয়্যালিটির শো-এর টিআরপি হাই।
আরও পড়ুন-তোতাপাড়ার ঘন জঙ্গলে হয় দেবীর আরাধনা
২০০৯ সালের ২৭ জুলাই প্রিমিয়ার হয়েছিল দাদাগিরি আনলিমিটেডের। এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের পরিচালক হলেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। শোয়ের টাইটেল ট্র্যাকটি লিখেছেন সৃজিত মুখোপাধ্যায় এবং গেয়েছেন অরিজিৎ সিং। এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই প্রথম ছোট পর্দায় পা রাখেন সৌরভ। হেন কোনও সেলিব্রিটি নেই যিনি গেস্ট হয়ে আসেননি দাদাগিরির মঞ্চে। বলিউডের নামী ব্যক্তিত্ব থেকে শুরু করে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকের কলাকুশলী এবং বড়পর্দার অভিনেতা-অভিনেত্রী— সব্বাই। প্রথম সিজনের সমাপ্তি পর্বে সেলিব্রিটি গেস্ট ছিলেন শাহরুখ খান। এ-ছাড়া এসেছেন অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, বিদ্যা বালন, ফারহান আখতার, বিপাশা বসু, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সায়ন্তিকা ব্যানার্জি, শচীন তেন্ডুলকর, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, রূপম ইসলাম ও আরও অনেকে— শেষ হবে না তালিকা। গতকাল দাদাগিরিতে দেখা গেল টিম ‘বাঘাযতীন’কে। এই ছবিটা এখন হাইপে।
আরও পড়ুন-উৎসবের দিনে মানুষের পাশে যুব তৃণমূল কর্মীরা, হাওড়ার পথে অভিষেকের দূত
প্রিভিউ বেশ ভাল। এদিন এসছিলেন দেব, সৃজা দত্ত, ইমন চক্রবর্তী। নীল পাঞ্জাবি এবং সাদা পায়জামাতে রাজার মেজাজে দাদা ক্যাটওয়াকে শামিল হলেন দেব, সৃজা ও ইমনের সঙ্গে। এ-ছাড়াও এইদিন টিম বাঘাযতীনের হয়ে খেলতে এসেছিলেন ছবির সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, পরিচালক অরুণ রায়, রূপম ইসলাম, স্নিগ্ধজিৎ ভৌমিক। দারুণ জমে উঠল দাদাগিরির মঞ্চ, যার কেন্দ্রবিন্দু দাদা সৌরভ। বাঘাযতীন ছবিটি মুক্তি পাচ্ছে আগামী উনিশে অক্টোবর। রাজনীতি, ধর্মনীতি— সব বিতর্ককে সুন্দর করে সামলে নিয়ে দাদা স্বমহিমায় এগিয়ে যাবেন দাদাগিরির নিয়ে।