প্রতিবেদন: রক্ষকই ভক্ষক। রাজস্থানে (Rajasthan- Dalit girl murder) এক দলিত তরুণীকে অপহরণ করে গণধর্ষণ এবং খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তের মধ্যে রয়েছেন দুই পুলিশকর্মী। মনোজ বিষ্ণোই এবং ভগীরথ বিষ্ণোই নামে ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পাঁচ অভিযুক্তের বিরুদ্ধেই পুলিশ মামলা দায়ের করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি রাজস্থানের (Rajasthan- Dalit girl murder) বিকানেরে। জানা গিয়েছে, ২০ বছরের ওই তরুণী বিকানেরের একটি গ্রামে থাকতেন। তিনি খাজুওয়ালা এলাকায় একটি কম্পিউটার কোচিং ক্লাসে নিয়মিত আসতেন। সেই কোচিং ক্লাসে পড়তে এসেই অকালেই প্রাণ হারাতে হল তাঁকে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত দীনেশ বিষ্ণোইকে চিহ্নিত করা গিয়েছে। অভিযোগ, দীনেশ গত ১৫ দিন ধরে তরুণীর উপর নজর রাখছিলেন। মঙ্গলবার সকালে তরুণী কোচিং ক্লাসে গেলে ওই যুবকও সেখানে যান। তাঁর সঙ্গে ছিলেন খাজুওয়ালা থানার দুই কনস্টেবল। তিন জন মিলে কোচিং সেন্টার থেকে তরুণীকে অপহরণ করেন। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় দীনেশের বাড়িতে। সেখানে গণধর্ষণের শিকার হন তরুণী। ধর্ষণের পর তাঁকে খুন করা হয়।
আরও পড়ুন- মান্দারের সংস্থার বিদেশি অনুদান লাইসেন্স খারিজ করল কেন্দ্র
তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তরুণীর দেহ খাজুওয়ালার একটি সিনেমাহলের সামনে ফেলে রেখে যায় অভিযুক্তেরা। ওই তিন জন ছাড়া আরও দুই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মৃতার পরিবারের দাবি। অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতের পরিবার অবিলম্বে মূল অভিযুক্ত-সহ বাকিদের গ্রেফতারির দাবি জানিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।