রাশিয়ার থেকে আটটি গ্রাম পুনর্দখল ইউক্রেনের

Must read

প্রতিবেদন: গত কয়েক দিন ধরে রাশিয়ার বিরুদ্ধে জোরদার পাল্টা হামলা চলাচ্ছে ইউক্রেন (Ukraine- Russia)। রাশিয়ার বিরুদ্ধে এই লড়াইয়ে গত সপ্তাহে তারা নতুন করে ৮টি গ্রাম পুনর্দখল করেছে। যদিও রুশ সেনা তাদের প্রবল বাধা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুতিন বাহিনীকে পিছু হটতে বাধ্য হতে হয়, এমনটাই দাবি করেছে কিয়েভ। দেশের সহকারী প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, আজভ সাগরের উপকূলবর্তী পিয়াটিখাটকি এলাকায় ওই গ্রামগুলি রুশ (Ukraine- Russia) সেনার হাত থেকে তাঁরা কেড়ে নিয়েছেন। উপকূলবর্তী এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই সপ্তাহে ইউক্রেনীয় সেনা রাশিয়ার সীমান্তর দিকে আরও ৭ কিলোমিটার এগিয়ে গিয়েছে। দখল করেছে ১১৩ বর্গকিলোমিটার এলাকা। রুশ সেনা অবশ্য সহজে হাল ছাড়েনি। কিন্তু আমাদের সেনার প্রবল লড়াই তাদের পিছু হটতে বাধ্য করেছে। তবে আগামী দিনে রাশিয়া আরও বড় চমক দেখবে বলে হান্না জানিয়েছেন।

আরও পড়ুন- তরুণীকে গণধর্ষণ করে খুন, অভিযুক্ত দুই পুলিশকর্মী

Latest article