যোগ দিবস পালনে মোদিকে তীব্র কটাক্ষ বিরোধীদের

Must read

প্রতিবেদন: প্রচার-সর্বস্ব মোদি সরকারের আড়ম্বরই সব। সম্প্রতি যোগ দিবসকে (International Yoga Day) জনপ্রিয় করে তোলার কৃতিত্বও দাবি করছে মোদি সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার একটি ব্যঙ্গচিত্র ট্যুইটারে পোস্ট করেছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন ছবি দিয়ে লিখেছেন, মণিপুরাসন, কুস্তিগিরাসন, সেঙ্গলাসন, প্রচারাসন, কবচাসন। এদিকে দলের ট্যুইটারে হ্যান্ডেলে ক্যামেরার সামনে দাঁড়ানো মোদির একটি ছবি পোস্ট করেছে কংগ্রেস। সেখানে লেখা হয়েছে, ক্যামেরাসন। একইসঙ্গে দলের তরফে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবিও পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, শীর্ষাসন করছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। কংগ্রেসের দাবি, আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) যোগকে জনপ্রিয় করে তোলার কারিগর নেহরু। যোগাকে জাতীয় নীতিতে পরিণত করেছিলেন তিনি। এরই মধ্যে দলের অস্বস্তি বাড়িয়ে যোগ প্রচারে মোদি সরকারকেও কৃতিত্ব দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

আরও পড়ুন- তরুণীকে গণধর্ষণ করে খুন, অভিযুক্ত দুই পুলিশকর্মী

Latest article