যোগীরাজ্যে দলিত নির্যাতন, পুলিশ হেফাজতে যুবকের রহস্যমৃত্যু, ভাঙচুর-আগুন

পুলিশের গাড়ি-সহ পথচলতি বেশ কিছু গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ।

Must read

প্রতিবেদন: যোগীরাজ্যের পুলিশের আবার দলিত (Dalit) নির্যাতন। পুলিশ হেফাজতে দলিত যুবকের রহস্য-মৃত্যুকে ঘিরে তুলকালাম কাণ্ড। শনিবার উন্মত্ত জনতা আক্রমণ করল থানা। আগুন লাগিয়ে দিল পুলিশের গাড়িতে। যুবকটির পরিবারের অভিযোগ, পুলিশের অমানবিক নির্যাতনেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদে। জানা গিয়েছে, আকাশ নামে ২৫ বছরের ওই যুবককে গত ১৯ জুন চুরির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। থানা লক-আপেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন-চলন্ত মালগাড়ির ইঞ্জিনে আগুন, ব্যাহত ট্রেন চলাচল

হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা। তাঁরা অভিযোগ করেন, আকাশের অসুস্থ হয়ে পড়ার কথা আসলে পুলিশের সাজানো গল্প। হাজতে ব্যাপক মারধর করা হয়েছে তাঁকে। পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার জন্য দায়ী পুলিশের কঠিন শাস্তি দাবি করেন আকাশের প্রিয়জনরা। যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরু হয় বিক্ষোভ। পথ অবরোধ। ময়নাতদন্তের পরে আকাশের দেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা তুঙ্গে ওঠে। আক্রমণ করা হয় পুলিশকে। পুলিশের গাড়ি-সহ পথচলতি বেশ কিছু গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ।

Latest article