ভোপাল: বিজেপির মধ্যপ্রদেশে দুর্নীতির প্রতিবাদ করায় ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক দলিত যুবক। তাঁকে ব্যাপক মারধর করে প্রস্রাব করে দেওয়া হল মুখে। রাজকুমার চৌধুরী নামে ৩৬ বছরের ওই পিছড়েবর্গের যুবকের ‘অপরাধ’, অবৈধ খনির বিরোধিতা করেছিলেন তিনি। ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের কাঠনি জেলা। ১৩ অক্টোবরের ঘটনা।
আরও পড়ুন-ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পাঞ্জাবের ডিআইজি
রাজকুমারের অভিযোগ, রামগড়হা পাহাড়ের কাছে ওইদিন সন্ধ্যায় সরকারি জমিতে বেআইনিভাবে গ্রাভেল বা নুড়িপাথর তোলা হচ্ছিল। তত্ত্বাবধানে গ্রামের সরপঞ্চ রামানুজ পাণ্ডে এবং তার শাগরেদরা। রাজকুমার ওই বেআইনি কাজের প্রতিবাদ করলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সরপঞ্চ, তার ছেলে এবং শাগরেদরা। ব্যাপক গালিগালাজ, মারধরের পরে প্রস্রাব করে দেয় তাঁর গায়ে। জাত তুলে গালাগালিও দেয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর মা। কিন্তু তাঁকেও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় নির্যাতনকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজকুমারকে। এখনও কোনও গ্রেফতারের খবর নেই।