সংবাদদাতা, সাগর : সুন্দরবন এলাকার ২৩টি বাঁধকে চিহ্নিত করে দ্রুত মেরামতি চালাচ্ছে সেচ দফতর। এই বাঁধগুলি মেরামত করা হলে সুন্দরবনের ৯০ শতাংশ লোকালয় রক্ষা করা যাবে। এছাড়া বিগত দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫ কিমি নদীবাঁধের কাজ সম্পূর্ণ হয়েছে। চলতি বছরে আরও ২৫ কিমি বাঁধের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন-ঝড় তুলে শেষ আটে সিন্ধুরা, উবের কাপ
কিন্তু এখনও সুন্দরবনের ১০০ কিমি নদী বা সমুদ্রবাঁধ মেরামতি জরুরি। ইতিমধ্যে রাজ্য সরকার এই বাঁধ মেরামতিরও পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের দুর্বল নদী ও সমুদ্রবাঁধ সরেজমিনে খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সঙ্গে ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সেচ দফতরের আধিকারিকরা। সাগরের মুড়িগঙ্গা, শীলপাড়া, বঙ্কিমনগর, সুমতিনগরের বাঁধ পরিদর্শন করেন। এরমধ্যে মুড়িগঙ্গায় ১৫০০ মিটার নদীবাঁধ বেহাল অবস্থায় রয়েছে। ৮০০ মিটারে ব্লক মেরামতি করা হচ্ছে। বাকি অংশে বাঁধ মেরামতি শুরু করা যায়নি। দ্রুত টেন্ডার করে এই অংশেও মেরামতি শুরু হবে।