মাধ্যমিক, উচ্চমাধ্যমিক দিন ঘোষণা সোমবার

Must read

প্রতিবেদন : রাজ্যের আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। সোমবার যৌথ সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদের সভাপতি।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে পরীক্ষার সূচি দুই বোর্ডের তরফে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগামী বছর মার্চে মাধ্যমিক ও এপ্রিলে উচ্চমাধ্যমিক হবে। আগামী বছরের মাধ্যমিক–উচ্চমাধ্যমিক ফের খাতা-কলমেই নেওয়া হবে। তবে দিল্লি বোর্ডগুলির মতো দু’দফায় নয়, একবারেই হবে পরীক্ষা। তবে টেস্ট হবে কি না তা স্কুলগুলির উপর ছেড়ে দেবে রাজ্য সরকার। বুধবার স্কুলশিক্ষা দফতরে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রস্তাব পাঠিয়েছে। তাদের পাঠানো পরীক্ষার সূচিতে নবান্নের সবুজ সংকেত মেলায় আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণার এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল।

Latest article