সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Must read

প্রতিবেদন : রাজাবাজার সায়েন্স কলেজের কর্মী গৌরহরি মিশ্রকে কার্যত ক্লিনচিট দেওয়া হল। প্রাথমিক তদন্তের পরে পুলিশ আপাতত তাঁকে সন্দেহের বাইরেই রাখল। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে শরৎ বোস রোডের পোস্ট অফিস মারফতই হুমকি চিঠি পৌঁছয় আলাপন জায়ার অফিসের ঠিকানায়।

আরও পড়ুন-ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি তৃণমূলের

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকির ঘটনায় ইতিমধ্যে রাজাবাজার সায়েন্স কলেজে গিয়ে সরেজমিনে তদন্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কলেজের একাধিক ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্তারা। আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তীর অফিসের ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে আসা হুমকি চিঠির নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র আছে কি না তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-পরিবহণ শিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ রাজ্যের

তবে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শরৎ বোস রোডের পোস্ট অফিস মারফত ওই হুমকি চিঠিটি এসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঠিকানায়। তাই শরৎ বোস রোডের ওই পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। একইসঙ্গে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মহুয়া ঘোষ-সহ অন্যদের। কথা বলা হয় ওই বিভাগের কর্মী গৌড়হরি মিশ্রের সঙ্গেও।

Latest article