নয়াদিল্লি: ভারত (India) সফরে সময় মোটেই ভাল কাটছে না ডেভিড ওয়ার্নারের (David Warner)। নাগপুর টেস্টের দু’ইনিংসেই ব্যাটে ব্যর্থ হয়েছিলেন। এবার মহম্মদ শামির বাউন্সারে মাথায় চোট পেয়ে দিল্লি টেস্ট থেকেই ছিটকে গেলেন বাঁ হাতি অস্ট্রেলীয় ওপেনার।
শুক্রবার প্রথম ইনিংসে ব্যাট করার সময় শামির শর্টপিচ বল আছড়ে পড়েছিল ওয়ার্নারের (David Warner) হেলমেটে। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ব্যাটিং চালিয়ে যান তিনি। যদিও এরপর আরও দু’বার মহম্মদ সিরাজের বল ওয়ার্নারের হেলমেটে লেগেছিল। শেষ পর্যন্ত ১৫ রান করে শামির বলেই আউট হন তিনি। দিনের শেষদিকে ভারত যখন ব্যাটিং করতে নামে, তখন সতীর্থদের সঙ্গে ফিল্ডিং করতে নামেননি ওয়ার্নার।
শনিবার অস্ট্রেলিয়ার (Australia) তরফে জানিয়ে দেওয়া হয়, যেহেতু ওয়ার্নারের মাথায় আঘাত লেগেছে, তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে রাজি নন। দিল্লি টেস্ট থেকেই ছিটকে গেলেন তিনি। ওয়ার্নারের পরিবর্ত হিসেবে ম্যাট রেনশঁ-র নাম জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ইনিংসে তিনিই ব্যাট করবেন। চূড়ান্ত অফ ফর্মে থাকা ওয়ার্নারকে চলতি টেস্ট সিরিজে আর মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন:নেতৃত্বে স্মৃতিই, ঘোষণা বিরাটের