ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আতসুর দেহ

Must read

আঙ্কারা, ১৮ ফেব্রুয়ারি : ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত তুরস্কের (Turkey) ধ্বংসস্তূপ থেকে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল চেলসির প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে (Christian Atsu), এমনই খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার জানা গিয়েছে, ভূমিকম্পের পরে বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পরে মৃত্যু হয়েছে এই তারকার। আতসুর এজেন্ট এই খবর নিশ্চিত করেছেন।
খবর ছিল ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল আতসুকে (Christian Atsu)। এরপর পাঠানো হয় হাসপাতালে। কিন্তু সেই খবর সত্যি নয়। আতসুর এজেন্ট মুরাত উজুনমেহমেত বলেছেন, ‘‘ধ্বংসস্তূপের মধ্যে আতসুর মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর ফোনও পাওয়া গিয়েছে। এছাড়া আরও জিনিস পাওয়া গিয়েছে।’’ হাতাইয়ে বসে আতসুর ফোনের লোকেশন ট্র্যাক করছিলেন তাঁর এজেন্ট। যা ভূমিকম্পের কবলে পড়ে। তারপর মৃত্যুর খবর নিশ্চিত হয়।
ঘানার জাতীয় দলের ফুটবলার আতসু এখন তুরস্কের হাতাইস্পোস ক্লাবের খেলছিলেন। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও নিউক্যাসেলের হয়েও খেলেছিলেন তিনি।

আরও পড়ুন:মাথায় বল, ছিটকে গেলেন ওয়ার্নার

Latest article