সিডনি: অস্ট্রেলিয়ার ক্রিকেটকে রক্ষা করতে নিজের অবসর নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না ডেভিড ওয়ার্নার (David Warner- Commentary)। জানিয়ে দিলেন, টেস্ট দলের ওপেনিংয়ে শূন্যতা তৈরি যাতে না হয় তার জন্য উসমান খোয়াজা বা তিনি খুব কম সময়ের ব্যবধানে অবসর নেবেন না। তবে তারকা অস্ট্রেলীয় ওপেনার এটাও জানালেন, আগামী এক বছর তিনি খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি পার্ট-টাইমে ধারাভাষ্যও দেবেন।
ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার বলেছেন, ‘‘আগামী এক বছর আমি খেলা চালিয়ে যাচ্ছি। তার মধ্যেই কমেন্ট্রি বক্সে বসব, তবে পার্ট-টাইমে। বিশেষজ্ঞদের পাশে বসে খেলাটার বিশ্লেষণ করাটা দুর্দান্ত ব্যাপার হবে। কমেন্ট্রি বক্সে আমার ক্রিকেট মস্তিষ্ককে ব্যবহার করতে চাই।’’
ওয়ার্নার (David Warner- Commentary) আরও বলেন, ‘‘লোকে ইতিমধ্যেই আমার অবসর নিয়ে কথা বলছে। কিন্তু আরও ১২ মাস আমি খেলব এবং তারপর দেখব, সব কিছু কীভাবে এগোয়। আসলে আমি ও উসমান (খোয়াজা) একসঙ্গে সরে গেলে অস্ট্রেলিয়ার টেস্ট দলের ওপেনিংয়ে বড় ফাঁক তৈরি হবে। আমরা একসঙ্গে অবসর নিয়ে দলকে সমস্যায় ফেলতে চাই না। আপাতত আগামী ১২ মাস আমরা একসঙ্গে খেলাটা উপভোগ করতে চাই।’’
আরও পড়ুন-আইপিএলের শুরুতে গ্রিন শুধুই ব্যাটার