মুম্বইয়ে ঋষভ, হবে অস্ত্রোপচার

Must read

মুম্বই : ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant- Mumbai) দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হল মুম্বইয়ে। শহরের নামী হাসপাতালে রেখে ঋষভের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে বিসিসিআই। হবে লিগামেন্টের চোটের অস্ত্রোপচার। ঋষভের হাঁটুর লিগামেন্টের চোট, পা-কব্জি-পিঠের চোটের চিকিৎসা আরও ভালভাবে করার জন্যই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে আনা হয়েছে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ঋষভ পন্থ (Rishabh Pant- Mumbai) মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল এবং মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। সেখানে স্পোর্টস মেডিসিনের প্রধান দেশের বিখ্যাত স্পোর্টস অর্থোপেডিক ডাঃ দীনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে থাকবেন। ঋষভের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। চোট সারানো এবং রিহ্যাব প্রক্রিয়া বোর্ডের নজরদারিতে চলবে। ক্রিকেটারের চিকিৎসা এবং রিকভারি প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবে বিসিসিআই।’’ বোর্ড সূত্রে এটাও জানা গিয়েছে, ঋষভের অস্ত্রোপচার হতে পারে ইংল্যান্ড অথবা আমেরিকায়। দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) ডিরেক্টর শ্যাম শর্মা বলেছেন, ‘‘ঋষভের মা’র সঙ্গে আমি যোগাযোগ রেখে চলছি। বিসিসিআই সবকিছু নজরে রাখছে। আরও উন্নত এবং দ্রুত চিকিৎসার লক্ষ্যে বোর্ড পদক্ষেপ করছে।’’

আরও পড়ুন-ক্রিকেটের সঙ্গে এবার ধারাভাষ্য দেবেন ওয়ার্নার

Latest article