প্রতিবাদী তৃণমূল নেতা খুন

Must read

সংবাদদাতা, মালদহ : ডিজে বাজানোর প্রতিবাদ। পিটিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেসের (TMC Leader Death) এক নেতাকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়া এলাকায়। মৃত তৃণমূল কংগ্রেস নেতা রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের একসময়ের পঞ্চায়েত সদস্য ও উপপ্রধান পদে ছিলেন। তৃণমূল নেতাকে (TMC Leader Death) পিটিয়ে খুনের ঘটনার অভিযোগে মোমিন শেখ সহ ১৪ জনকে পুলিশ আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। হামলাকারী কয়েকজন যুবকের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তৃণমূল কংগ্রেস নেতার নাম আফজাল মোমিন (৬৫)। মোথাবাড়ির বাবলা কমলপুর এলাকার পাঠান পাড়ার কয়েকজন যুবক পিকনিক করার জন্য ডিজে বাজিয়ে নিজেদের গ্রামের দিকে যাচ্ছিল। আফজাল মোমিন সহ গ্রামের কয়েকজন ব্যক্তি তাঁদের ধর্মীয় স্থানের সামনে ডিজের আওয়াজ কমানোর জন্য যুবকদের কাছে অনুরোধ করেন। সেদিন ডিজের আওয়াজ কমালেও একইরকম ভাবে মঙ্গলবার রাতে পাঠানপাড়ার বেশ কিছু যুবক প্রচণ্ড জোরে ডিজে বাজিয়ে ধর্মীয় স্থানের সামনে দিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা প্রথমে ডিজের আওয়াজ কমানোর জন্য অনুরোধ করলেও ওই যুবকেরা ডিজের আওয়াজ কমাতে রাজি হয়নি। উল্টে আরও আওয়াজ বাড়িয়ে নাচানাচি করতে থাকে। এই নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আফজাল মোমিন সহ বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদ জানালে যুবকরা মারমুখী হয়ে ওঠে। তারা তৃণমূল নেতা আফজল মোমিনকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করে বলে অভিযোগ। তার ফলে মাথায় প্রচণ্ড আঘাত লাগে। মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।

আরও পড়ুন-কেন্দ্র না, মুড়িগঙ্গা ব্রিজ বানাবে রাজ্যই: সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Latest article