আইএসআইয়ের সাম্মানিক পদে দাউদ ইব্রাহিম?

প্রতিবারই দাউদ-যোগের কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। এবার এই খবর সত্য হলে তা পাকিস্তানের বিরুদ্ধে নতুন হাতিয়ার হবে নয়াদিল্লির।

Must read

প্রতিবেদন : সাম্মানিক পদের নামে ফের নতুন করে পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর শীর্ষস্থানীয় পদে বসানো হচ্ছে দাউদ ইব্রাহিমকে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্টে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সহকারী ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব পেতে চলেছে দাউদ। জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর ব্যবস্থায় দাউদের অবদানের জন্য এই বিশেষ সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। আর এমন খবর সামনে আসতেই তুমুল হইচই পড়ে গিয়েছে।

আরও পড়ুন-মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে বন্ধ হল আফগান দূতাবাস

বিশেষজ্ঞদের মতে, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তবে কি কোনও নতুন ছক কষার অপেক্ষায় এই দাগী অপরাধী? তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। মুম্বই বিস্ফোরণ কাণ্ডে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমকে ফেরত পেতে বারবার পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে ভারত। প্রতিবারই দাউদ-যোগের কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। এবার এই খবর সত্য হলে তা পাকিস্তানের বিরুদ্ধে নতুন হাতিয়ার হবে নয়াদিল্লির।

Latest article