মুম্বই, ২৪ অক্টোবর : শেষদিকে মাহমুদুল্লাহ একাই যা লড়লেন। কিন্তু প্রতিপক্ষ এত বেশি রান করেছে যে, সাত নম্বরে নেমে তাঁর সেঞ্চুরি (১১১) কোনও কাজে এল না। বিশ্বকাপে মাহমুদুল্লাহর এটা তৃতীয় সেঞ্চুরি। আর একটা সেঞ্চুরি আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অবশ্য ৪৬.৪ ওভারে বাংলাদেশ অল আউট হয়ে গেল ২৩২ রানে। এতে দক্ষিণ আফ্রিকা শুধু ১৪৯ রানে জেতেনি, ৮ পয়েন্টেও উঠে এল।
আরও পড়ুন-বাবরদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আক্রমের
এই বিশ্বকাপে ভারত আর নিউজিল্যান্ডের লাগাতার ভাল পারফরম্যান্সের মধ্যে আরও একটা দল দারুণ খেলে যাচ্ছে। তারা হল দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে তাদের ব্যাটাররা ব্যাট ধরলেই বোর্ডে বড় রান তুলে দিচ্ছেন। এদিন যেমন দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ৫০ ওভারে তুলে নেয় ৩৮২/৫। এই রান এল কুইন্টন ডি’ককের দাপটে। তিনি ২৪০ বলে ১৭৪ রান করে গেলেন। ১৫টি চার, ৭টি ছক্কা। আইপিএলের সুবাদে ওয়াংখেড়ে স্টেডিয়াম চেনা মাঠ। চেনা মাঠের সুবিধা নিয়ে বাংলাদেশ বোলিংকে লাগাতার আক্রমণ করে গেলেন ডি’কক।
আরও পড়ুন-দলাই লামার সঙ্গে দেখা কিউয়ি দলের
তবে দক্ষিণ আফ্রিকার পৌনে চারশো রানের পিছনে আরও দু’জনের অবদান রয়েছে। এইডেন মার্করাম করেছেন ৬৯ বলে ৬০ রান। হেনরি ক্লাসেনের সংযোজন ৪৯ বলে ৯০ রান। দুটি চার, আটটি ছক্কা। পরের দিকে এসে ডেভিড মিলার করে যান ১৫ বলে ৩৪ রান। তিনি নট আউট থাকলেন। বাংলাদেশ বোলারদের মধ্যে মুস্তাফিজুর ও শরিফুল দিয়েছেন ৭৬ রান। শাকিব দেন ৬৯ রান। বেশি উইকেট হাসান মাহমুদের, দুটি। বাংলাদেশ ইনিংসে সবথেকে বেশি উইকেট জেরাল্ড কোয়েতজের, তিনটে।