সেরা ফিল্ডারের মেডেল বদলে দিয়েছে ভারতকে

এই প্রসঙ্গে রোহিত শর্মাদের ফিল্ডিং কোচের বক্তব্য, ক্রিকেটে ম্যাচ জেতার জন্য শুধু ব্যাটিং বা বোলিং নয়, ভাল ফিল্ডিংও গুরুত্বপূর্ণ।

Must read

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ফিল্ডিং চমকে দিয়েছে সবাইকে। প্রতিটি ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি ভারতীয়দের ফিল্ডিংয়েও দারুণ ধারাবাহিকতা চোখে পড়ছে। আর এর পিছনে রয়েছে টিম ম্যানেজমেন্ট-এর একটি সিদ্ধান্ত।
বিশ্বকাপ শুরুর আগেই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেক ম্যাচের সেরা ফিল্ডারকে খেলা শেষ হওয়ার পর মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে। আর সেরা ফিল্ডার বেছে নেবেন টিমের ফিল্ডিং কোচ টি দিলীপ। আর এই মন্ত্রই বদলে দিয়েছে ভারতীয় দলকে। সেরা ফিল্ডারের মেডেল পাওয়ার জন্য প্রতিটি ম্যাচেই নিজেদের উজাড় করে দিচ্ছেন রবীন্দ্র জাদেজা, কে এল রাহুল, বিরাট কোহলিরা।

আরও পড়ুন-ডি’কক, ক্লাসেনের ঝড়ে অনায়াস জয়

এই প্রসঙ্গে রোহিত শর্মাদের ফিল্ডিং কোচের বক্তব্য, ক্রিকেটে ম্যাচ জেতার জন্য শুধু ব্যাটিং বা বোলিং নয়, ভাল ফিল্ডিংও গুরুত্বপূর্ণ। একটা দুর্দান্ত ক্যাচ বা একটা রান আউট ম্যাচের মোড় ম্যাজিকের মতো পাল্টে দিতে পারে। টিম ম্যানেজমেন্ট তাই বিশ্বকাপের আগে সেরা ফিল্ডারের মেডেল চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। এতে গোটা দলের ফিল্ডিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। ক্রিকেটাররাও গোটা বিষয়টি দারুণ উপভোগ করছে।

Latest article