মুম্বই, ৮ নভেম্বর : ওয়াঘার দুই সীমান্তের ক্রিকেটপ্রেমীরা যখন আরও একটা ভারত ও পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন। তখন এবি ডি’ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান নয়, নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। আর বিশ্বকাপ জিতবে ভারত।
আরও পড়ুন-নিহতের বাড়িতে শিশুসুরক্ষা দল
ডি’ভিলিয়ার্সের সাফ কথা, ‘‘ফাইনাল খেলবে ভারত ও নিউজিল্যান্ড। এবং আমার ধারণা, ভারতই কাপ জিতবে।’’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকার সংযোজন, ‘‘ভারত একটা দল হিসেবে খেলছে। সূর্যকুমার দারুণ ফর্মে। বিরাটও দুর্দান্ত ব্যাটিং করছে। রোহিত এখনও পর্যন্ত বড় রান করেনি ঠিকই, তবে নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। বড় ম্যাচের প্লেয়ার। অসাধারণ ব্যাটার। সত্যি কথা বলতে কী, ভারতীয় ব্যাটিং লাইনআপ এবং দলে প্রতিভার ছড়াছড়ি।’’ তবে সেমিফাইনালে রোহিতদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন ডি’ভিলিয়ার্স। তাঁর বক্তব্য, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল কেমন খেলে সেদিকে তাকিয়ে রয়েছি। এটাই ওদের বড় পরীক্ষা হতে চলেছে। যদি রোহিতরা সেমিফাইনাল জিততে পারে, তাহলে কাপ ভারতের।’’