সংবাদদাতা, মালদহ : পূর্বাভাস ছিল ১৯-২১ জুনের মধ্যে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। বুধবার শহর কলকাতা-সহ শহরতলি এবং দক্ষিণের কয়েকটি জেলা এবং উত্তরের জেলাগুলিতে হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain- Lightning)। এসেছে দুর্ঘটনার খবরও। বাজ পড়ে মৃত্যু হয়েছে ১০ জনের। মুর্শিদাবাদের ফরাক্কায় বাজে মৃত্যু হয়েছে আরও একজনের। মৃতদের মধ্যে ৪ জন মহিলা এবং ২ শিশুও রয়েছে। এছাড়া একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। বাজ (Rain- Lightning) পড়ার সময় স্কুলে ক্লাস চলছিল। ঘনঘন বাজের বিকট শব্দে স্কুল পড়ুয়ারাও অসুস্থ হয়ে পড়ে। মৃতদের নাম নজরুল শেখ ও কৃষ্ণ চৌধুরী। দুর্যোগের সময় আম পাড়তে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় তাদের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। পাশাপাশি কালিয়াচক ২ নং ব্লকের বাঙ্গিটোলা হাই স্কুলের একাধিক ছাত্রী বজ্রপাতের শব্দে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের হাসপাতালে দেখতে যান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ছাত্রীদের শারিরীক অবস্থা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। আহতদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হলেও মেলেনি স্বস্তি। ভ্যাপসা গরম অব্যাহত। প্রশ্ন হচ্ছে, টানা বৃষ্টি কবে? হাওয়া অফিস জানিয়েছে, উত্তরে পুরোদমে বর্ষা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণেও প্রবেশ করেছে বর্ষা। চলতি সপ্তাহের শেষের দিকেই টানা বৃষ্টি পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে বাঁকুড়া জেলায় গরম আরও বাড়বে। ভ্যাপসা আবহাওয়া অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিরোধী বৈঠক পাটনায়, আজ মুখ্যমন্ত্রী-অভিষেক