৫৮ নেতার নাম জানাল তৃণমূল, আজ প্রচার শুরু ১৬ জেলায়

Must read

প্রতিবেদন : আজ বৃহস্পতিবার থেকেই একসঙ্গে ১৬টি জেলায় প্রচারে ঝড় তুলতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা-নেত্রীরা। কলকাতা থেকে জেলায় গিয়ে ঘাঁটি গেড়ে পড়ে থেকে প্রচার করবেন। প্রাথমিক পর্যায়ে মোট ৫৮ জন নেতা-নেত্রীর তালিকা তৈরি করা হয়েছে। পরে এই সংখ্যাটা বাড়তে পারে। পঞ্চায়েতের প্রচার হবে দুই পর্বে। প্রথম পর্বে প্রচার চলবে ২২ থেকে ২৮ জুন। এই প্রচার পর্বকে দল ‘তৃণমূলে নবজোয়ার’-এর বর্ধিত অংশ হিসেবেই দেখছে। যেখানে জনসংযোগ, স্ট্রিট কর্নার, মানুষের সঙ্গে কথা বলা, তাঁদের অভাব-অভিযোগ শুনবে। এর সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরবে মানুষের কাছে। সরকারি স্কিমগুলি ঠিকঠাক পাচ্ছেন কি না তার খোঁজ নেবেন।

আরও পড়ুন: বিরোধী বৈঠক পাটনায়, আজ মুখ্যমন্ত্রী-অভিষেক

জেলা, অঞ্চল এবং বুথ স্তরের নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখেই প্রচারের কাজ চলবে। কোথায় কত প্রচার— যেমন মিছিল-মিটিং, ব্যানার-দেওয়াল লিখন এসবের পাশাপাশি সময়ের দাবিকে মান্যতা দিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলবে তৃণমূল কংগ্রেস (TMC)। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরোধীদের বক্তব্যের পাল্টা দলের বক্তব্য হল, যত খুশি বাহিনী দিয়ে ভোট হোক, তৃণমূল কংগ্রেসের তা নিয়ে কোনও মাথাব্যথা নেই। তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। বিরোধীরা যখন প্রার্থী তালিকা ঠিক করতে এবং আদালতে বেশিরভাগ সময় ব্যয় করেছে সেসময় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার সাংগঠনিক শক্তির জোরে পঞ্চায়েতের নির্বাচনী ময়দানে দশ গোল দিয়ে ফেলেছে তাদের। কংগ্রেসের কয়েক মাইল পিছনে থাকবে বিরোধী দলগুলি। আজ মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, নদিয়া, মালদহ, বীরভূম, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় প্রচার শুরু হচ্ছে।

Latest article