প্রতিবেদন : ভয়াবহ আগুন লাগল উগান্ডায় দৃষ্টিহীনদের এক স্কুলে। মঙ্গলবার ভোররাতের এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই শিশু। উগান্ডার রাজধানী কাম্পালার কাছেই স্কুলটি অবস্থিত।
সেদেশের এক পুলিশকর্তা জানিয়েছেন, ভোররাতে মুকনো জেলার সালমা স্কুল ফর দ্য ব্লাইন্ড নামে দৃষ্টিহীনদের ওই স্কুলে আগুন লাগে। সেসময় সকলেই গভীর ঘুমে মগ্ন। তাই উদ্ধারের আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করে আনেন।
আরও পড়ুন-পুলিশি তৎপরতায় বিহার থেকে উদ্ধার নৃত্যশিল্পীকে
কীভাবে ওই স্কুলে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীরা বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন দৃষ্টিহীন পড়ুয়া। যাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জেনারেল কাহিন্দা ওতাফিরে জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে দমকল ও পুলিশ। এ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ওতাফিরে। পাশাপাশি মন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন-হোয়াইট হাউস থেকে প্রদীপ জ্বালিয়ে দীপাবলির শুভেচ্ছা বাইডেনের
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে কাম্পালাতেই একটি স্কুলে আগুন লেগেছিল। তবে সেই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। তারও আগে ২০০৮ সালে রাজধানীর একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লাগার ফলে ১৯ জন ছাত্রের মৃত্যু হয়েছিল। সোমবার রাতের এই আগুন ও মর্মান্তিক মৃত্যু ২০০৮-এর স্মৃতিই ফিরিয়ে আনল।