পুলিশি তৎপরতায় বিহার থেকে উদ্ধার নৃত্যশিল্পীকে

রাজ্য পুলিশের বড় সাফল্য। পুলিশের তৎপরতায় বিহার থেকে উদ্ধার পেলেন রানিগঞ্জের এক তরুণী নৃত্যশিল্পী

Must read

সংবাদদাতা, আসানসোল : রাজ্য পুলিশের বড় সাফল্য। পুলিশের তৎপরতায় বিহার থেকে উদ্ধার পেলেন রানিগঞ্জের এক তরুণী নৃত্যশিল্পী। একদল দুষ্কৃতী তাঁকে দুর্গাপুজোর আগে বিহারে নিয়ে গিয়েছিল নৃত্য পরিবেশন করানোর নাম করে। ওই তরুণীর মা পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, তাঁর মেয়েকে নাচের অনুষ্ঠান করাতে নিয়ে গিয়েছিল জনৈকা অনুরাধা নামে মহিলা।

আরও পড়ুন-হোয়াইট হাউস থেকে প্রদীপ জ্বালিয়ে দীপাবলির শুভেচ্ছা বাইডেনের

মহালয়ার পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর তাঁকে নিয়ে যাওয়া হয়। দুর্গাপুজোর আগেই ফিরে আসার কথা ছিল মেয়ের। কিন্তু ২০-২২ দিন পেরিয়ে গেলেও মেয়ে না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় তাঁর। ইতিমধ্যে তাঁর মোবাইলে একটি ভয়েস মেসেজ আসে, তাতে তরুণী জানান, তাঁকে কোন অজ্ঞাত জায়গায় বন্দি করে রাখা হয়েছে। তিন- চারদিন কিছু খেতেও দেয়নি। ওই ভয়েস মেসেজটির সাহায্যেই ওই তরুণীর ফোন লোকেশন ট্র্যাক করে রানিগঞ্জ থানার পুলিশ। শনিবার বিহারের সিওয়ান জেলার শিমরৌলী-খামুড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করে রানিগঞ্জে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ। সোমবার আসানসোল আদালতে পেশ করা হয় তাঁকে। করানো হয় মেডিক্যাল পরীক্ষাও।

Latest article