প্রতিবেদন : ভয়াবহ আগুন লাগল উগান্ডায় দৃষ্টিহীনদের এক স্কুলে। মঙ্গলবার ভোররাতের এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই শিশু। উগান্ডার রাজধানী কাম্পালার কাছেই স্কুলটি অবস্থিত।
সেদেশের এক পুলিশকর্তা জানিয়েছেন, ভোররাতে মুকনো জেলার সালমা স্কুল ফর দ্য ব্লাইন্ড নামে দৃষ্টিহীনদের ওই স্কুলে আগুন লাগে। সেসময় সকলেই গভীর ঘুমে মগ্ন। তাই উদ্ধারের আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করে আনেন।
আরও পড়ুন-পুলিশি তৎপরতায় বিহার থেকে উদ্ধার নৃত্যশিল্পীকে
কীভাবে ওই স্কুলে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীরা বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন দৃষ্টিহীন পড়ুয়া। যাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জেনারেল কাহিন্দা ওতাফিরে জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে দমকল ও পুলিশ। এ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ওতাফিরে। পাশাপাশি মন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন-হোয়াইট হাউস থেকে প্রদীপ জ্বালিয়ে দীপাবলির শুভেচ্ছা বাইডেনের
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে কাম্পালাতেই একটি স্কুলে আগুন লেগেছিল। তবে সেই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। তারও আগে ২০০৮ সালে রাজধানীর একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লাগার ফলে ১৯ জন ছাত্রের মৃত্যু হয়েছিল। সোমবার রাতের এই আগুন ও মর্মান্তিক মৃত্যু ২০০৮-এর স্মৃতিই ফিরিয়ে আনল।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…