ট্যাঙ্কার ধর্মঘটে পাম্পে ফুরচ্ছে তেল, হস্তক্ষেপ চেয়ে মুখ্যসচিবকে চিঠি ডিলার্স অ্যাসোসিয়েশনের

Must read

মুখ্যসচিবকে চিঠি দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ট্যাঙ্কার মালিক সংগঠন ধর্মঘট চালাচ্ছে। গত দু’দিন ধরে চলা অয়েল ট্যাঙ্কার ধর্মঘটের জেরে কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় নাজেহাল অবস্থা। শনিবার দুপুর আড়াইটায় পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে বৈঠকে বসছে। পাশাপাশি, চুক্তি বাতিলের জেরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তাতে হস্তক্ষেপ চেয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন-এদেশের বাম দলগুলি চিনের দালাল, নিজের বইতে বিস্ফোরণ প্রাক্তন বিদেশসচিবের

ধর্মঘট ‌তুলে নেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েলের সঙ্গে ট্যাঙ্কার সংগঠনের শুক্রবারের বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে ধর্মঘট বহাল রেখেছে ট্যাঙ্কার মালিক সংগঠন। এর জেরে মৌরিগ্রাম ডিপো থেকে পেট্রোল-‌ডিজেলবাহী কোনও ট্যাঙ্কার বেরোয়নি। ৬ জেলার প্রায় ৫০০ ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের মধ্যে প্রায় আড়াইশোটি পাম্প তেলশূন্য।

ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, চুক্তিবদ্ধ প্রায় ষাটটি ট্যাঙ্কার ইতিমধ্যেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়ান অয়েল তাদের টেন্ডারে পরিবহন খরচ অনেকটাই কমিয়েছে। ফলে ভাড়াও কমিয়ে দেওয়ায় তারা সমস্যায় পড়েছে। দাবি না মানলে লাগাতার আন্দোলন চলবে। এর প্রভাব পড়তে শুরু করেছে কলকাতার পেট্রোল পাম্পগুলোতেও।

আরও পড়ুন-ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন আদিবাসীদের অনুষ্ঠানে

পাশাপাশি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার পাম্পগুলিতে তেল সরবরাহ বন্ধ। তাড়াতাড়ি কলকাতা এবং হাওড়ার পাম্পগুলিতে তেলের সঞ্চয় ফুরিয়ে যাচ্ছে। প্লাবন ও করোনা আবহে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Latest article